India vs USA: ১১১ রান তাড়া করতে নেমে ৫ রান পেনাল্টি পেল ভারত, ব্যাপারটা কী?

ইনিংসের ১৬তম ইনিংসে ৫ রান পেনাল্টি হিসেবে পেয়ে গেল ভারতীয় দল। আমেরিকার বিরুদ্ধে ১১১ রান তাড়া করতে নেমে সমস্যায় পড়ে যায় টিম ইন্ডিয়া। প্রথম ওভারে দুই ওপেনার বিরাট কোহলী ও রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে টিম ইন্ডিয়া। জুটি গড়ার চেষ্টা করলেও ঋষভ পন্ত বোল্ড হওয়ায় সমস্যা আরও বাড়ে। সেই সময় ভারতের ইনিংস অভিজ্ঞতা ব্যবহার করে ধরে রাখেন সূর্যকুমার যাদব ও শিবম দুবে। সময় নিয়ে ইনিংস গড়তে থাকেন তাঁরা। সেই সময়ি ঘটে এই ঘটনা।

Advertisement
১১১ রান তাড়া করতে নেমে ৫ রান পেনাল্টি পেল ভারত, ব্যাপারটা কী?india vs usa

ইনিংসের ১৬তম ইনিংসে ৫ রান পেনাল্টি হিসেবে পেয়ে গেল ভারতীয় দল। আমেরিকার বিরুদ্ধে ১১১ রান তাড়া করতে নেমে সমস্যায় পড়ে যায় টিম ইন্ডিয়া। প্রথম ওভারে দুই ওপেনার বিরাট কোহলী ও রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে টিম ইন্ডিয়া। জুটি গড়ার চেষ্টা করলেও ঋষভ পন্ত বোল্ড হওয়ায় সমস্যা আরও বাড়ে। সেই সময় ভারতের ইনিংস অভিজ্ঞতা ব্যবহার করে ধরে রাখেন সূর্যকুমার যাদব ও শিবম দুবে। সময় নিয়ে ইনিংস গড়তে থাকেন তাঁরা। সেই সময়ি ঘটে এই ঘটনা। 

কেন রান পেনাল্টি হল আমেরিকার?
আইসিসি-র নিয়ম অনুসারে, একটা ওভার শেষ করতে হয় ৬০ সেকেন্ডের মধ্যে। তেমনটা না হলে, দুইবার আম্পায়াররা সতর্ক করেন। তৃতীয়বার একই ভুল করলে ৫ রান পেনাল্টি পেয়ে যায় ব্যাট করা দল। এক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। এর আগে ভারতীয় দলের ক্ষেত্রেও এমনটা হতে পারত তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে। দুই বার সতর্ক করেন আম্পায়াররা। তৃতীয়বার ভারতীয় দল এই ভুল না করায় সমস্যা হয়নি। 

প্রথম দু-ম্যাচের মতো এদিনও রোহিতের (Rohit Sharma) ওপেনিং সঙ্গী হন বিরাট কোহলি। রান তাড়ায় প্রথম ওভারেই ধাক্কা খায় ভারত। প্রথম বলেই সিঙ্গল নিয়ে বিরাটকে স্ট্রাইক দেন রোহিত শর্মা। এরপরই আউট হন কোহলি। বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে ভারতের সমস্যা অনেক দিনের। সৌরভের ডেলিভারি ভেতরে আসবে, এমনটাই আশা করেছিলেন বিরাট। তা ভেবেই কভার ড্রাইভ খেলতে যান। যদিও বাঁ হাতি পেসারের ডেলিভারি অ্যাঙ্গেলে বাইরে যাচ্ছিল। ব্যাটের কানায় লেগে কিপারের হাতে ধরা পড়েন বিরাট। 

এরপর ভারতীয় দলের হাল ধরেন সূর্যকুমার যাদব ও ঋষভ পন্ত। বড় শট খেলার জন্য এই জুটি পরিচিত হলেও এদিন তাঁরা খুব বেশি শট খেলতে পারেননি। তবে পন্ত আউট হওয়ায় ফের চাপ বাড়ে সূর্যকুমারের। শিবম দুবে এসে এরপর দলের হাল ধরেন। ৫০-এর উপর রান যোগ করেন তাঁরা। আর এতেই জয় পেয়ে সুপার এইটে নিজেদের জায়গা পাকা করে টিম ইন্ডিয়া। বুধবার রাতেই নিউইয়র্ক ছেড়ে মিয়ামি যাবেন রোহিত শর্মারা।  

Advertisement

ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং। 

POST A COMMENT
Advertisement