scorecardresearch
 

ICC T20 World Cup Team India: 'রিঙ্কুর টিমে না থাকা দুর্ভাগ্যের...' টি২০ বিশ্বকাপে KKR তারকাকে নিয়ে কী বললেন আগারকর?

টি২০ বিশ্বকাপের দলে রিঙ্কু সিং-এর (Rinku Singh) না থাকা নিয়ে সোশ্যাল মিডিয়া সহ সমস্ত মাধ্যমেই আলচনা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকর এবার এ ব্যাপারে মুখ খুললেন। মুম্বইতে ভারতীয় দলের প্রেস কনফারেন্সে জানিয়েছেন, শুধু রিঙ্কু নয়, শুভমন গিলের সুযোগ না পাওয়া দুর্ভাগ্যের।

Advertisement
রিঙ্কু সিং ও রোহিত শর্মা রিঙ্কু সিং ও রোহিত শর্মা

টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) দলে রিঙ্কু সিং-এর (Rinku Singh) না থাকা নিয়ে সোশ্যাল মিডিয়া সহ সমস্ত মাধ্যমেই আলচনা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের (Team India) প্রধান নির্বাচক অজিত আগারকর এবার এ ব্যাপারে মুখ খুললেন। মুম্বইতে ভারতীয় দলের প্রেস কনফারেন্সে জানিয়েছেন, শুধু রিঙ্কু নয়, শুভমন গিলের (Shubman Gill) সুযোগ না পাওয়া দুর্ভাগ্যের। কেকেআর-এর (Kolkata Knight Riders) ফিনিশারকে দলে না নেওয়া নিয়ে আগারকর বলেন, 'এতে রিঙ্কুর কোনও দোষ নেই। এটা দুর্ভাগ্যজনক। আমরা চেয়েছিলাম আরও বেশি বোলার খেলাতে। একই কথা প্রযোজ্য শুভমন গিলের ক্ষেত্রেও।' 

ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার পরিস্থিতি বুঝেই দল গঠন করা হয়েছে বলে জানালেন ভারতীয় দলের ক্যাপ্টেন ও প্রধান নির্বাচক অজিত আগারকর। বৃহস্পতিবার মুম্বইতে বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। আগারকর বলেন, 'সম্ভবত সবচেয়ে কঠিন কাজটি আমাদের করতে হয়েছে। রিঙ্কু কোনও ভুল করেননি, শুভমান গিলও করেনি। এটা কম্বিনেশনের জন্য। আমরা কী কন্ডিশন পাব সে বিষয়ে আমরা নিশ্চিত নই। আমরা যথেষ্ট বিকল্প রাখার চেষ্টা করেছি। দু'জন রিস্ট স্পিনার, যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব দলে রয়েছে। রিঙ্কুর না থাকাটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা ভেবেছি বোলিং-এ বিকল্প রাখাটা সঠিক হবে। ও এখনও আমাদের রিজার্ভ সদস্যদের একজন। দিনের শেষে, আপনি শুধুমাত্র ১৫ জনকেই বাছাই করতে পারবেন।' 

রিঙ্কুর জায়গায় শিবম দুবেকে নেওয়া নিয়েও নিজেদের মত জানিয়েছেন রোহিত শর্মা ও আগারকার। রোহিত জানান, 'ও বলও করতে পারে। ও বল করবে এবারের বিশ্বকাপে। একজন অলরাউন্ডার যা করার কথা সেই সমস্ত কিছুই করবে দুবে।' পাশাপাশি হার্দিক পান্ডিয়ার যে কোনও বিকল্প নেই তাও জানিয়ে দিয়েছেন রোহিত। ভারতীয় দলের ক্যাপ্টেন বলেন, ' হার্দিক আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ও অনেকদিন পর মাঠে ফিরেছে। আমরা  ও বল করতে পারে। হার্দিক আমাদের দলে ভারসাম্য রক্ষা করবে।' 

আরও পড়ুন

Advertisement

তবে দলে জায়গা পেতে পারেন রিঙ্কু ও গিলের মত ক্রিকেটাররা। এমনটাই জানিয়েছেন রোহিত শর্মা। তিনি বলেন, 'আমাদের যদি দরকার হয়, তা হলে যারা সুযোগ পায়নি তাদেরকেও দলে নিতে পারি।' ভারতীয় দল আইপিএল-এর উপর নির্ভর করে গড়া হয়নি বলেও জানিয়েছেন নির্বাচক কমিটির প্রধান তিনি বলেন, 'আইপিএল আগে থেকেই দল গঠনের প্রক্রিয়া শুর হয়ে গিয়েছিল।' 

Advertisement