scorecardresearch
 

ICC T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে রোহিতের সঙ্গে ওপেনে কে? সৌরভ বললেন...

বর্তমানে আইপিএলে (IPL 2024) মজে রয়েছে গোটা বিশ্বের ক্রিকেট প্রেমিরা। কিন্তু আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরেই বেজে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) দামামা। আগামী ২রা জুন থেকে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হয়ে যাবে বিশ্বকাপ। ভারত তাদের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। তার আগে বিশ্বকাপে ভারতীয় দল কেমন হতে পারে তা নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।   

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া

বর্তমানে আইপিএলে (IPL 2024) মজে রয়েছে গোটা বিশ্বের ক্রিকেট প্রেমিরা। কিন্তু আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরেই বেজে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) দামামা। আগামী ২রা জুন থেকে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হয়ে যাবে বিশ্বকাপ। ভারত তাদের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। তার আগে বিশ্বকাপে ভারতীয় দল কেমন হতে পারে তা নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।   

আইসিসি (ICC) তাদের নিয়মে বলে দিয়েছে যে, প্রতিটি দলকে ১ মের মধ্যে তাদের খেলয়াড়ের তালিকা জমা দিতে হবে। যদি কোন দলে চোটের কারণে কোন খেলোয়াড়কে পরিবর্তন করতে হয় তাহলে ২৫শে মের মধ্যে করতে হবে। আর এই আবহাওয়াতেই ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর পছন্দের একাদশ ঘোষণা করলেন। 

ওপেন করা উচিত বিরাট-রোহিতের

আরও পড়ুন

সৌরভ তাঁর একাদশে অভিজ্ঞতা এবং তারুণ্য দুইয়ের উপরেই জোর দিয়েছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে শুরুতে বেশি রান তোলার জন্যে বিরাট এবং রোহিতের ওপেন করা উচিত। কারণ তাদের অভিজ্ঞতা এবং ক্লাস ভারতেকে ভাল একটা শুরু দিতে পারবে। এছাড়াও কোহলির প্রশংসাও করেন তিনি। তিনি বলেন, টি টোয়েন্টিতে ওপেন করতে নেমে শতরান আছে কোহলির। সৌরভ বলেন, বিরাট কোহলি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মোট ৯ বার ইনিংস ওপেন করেছেন। একজন ওপেনার হিসেবে তাঁর গড় ৫৭.১৪ এবং স্ট্রাইকরেট ১৬১.২৯। বিরাট ওপেন করতে নেমে চারশো রানও করেছেন। এ বছরও ভালো ফর্মে রয়েছেন বিরাট।

সৌরভ গঙ্গোপাধ্যায় আরও মন্তব্য করেন যে গোটা দলকে সাহসের সঙ্গে খেলতে হবে। তিনি মনে করেন বিরাট এবং রোহিত ছাড়াও সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়ার মত বিগ হিটারদেরও দলে দরকার, কারণ বিশ্বকাপে এরা উইনারের ভূমিকা পালন করবে। এবার দেখা যাক এপ্রিলের শেষে নির্বাচন কমিটি কি সিদ্ধান্ত নেয় দলের বিষয়ে। আদেও কি সৌরভের পছন্দের সঙ্গে তাদের পছন্দ মেলে কিনা। 

Advertisement

ভারতের মূল সমস্যা হতে পারে তাদের বোলিং অ্যাটাক। ভালো বোলিং না করতে পারলে মুশকিলে পড়তে হবে তাদের। বুমরাহ, আর্সদিপ, সিরাজরা যদি তাদের রং না দেখাতে পারেন তাহলে ভুগতে হবে তাদের। আইপিএলে ভালো বল করছেন বুমরাহ সেই ছন্দ ধরে রাখতে পারলে অনেকটা কাজ সহজ হবে ভারতের ক্ষেত্রে।

Advertisement