রবিবার (২ জুন) থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আয়োজক আমেরিকা ও কানাডা। এবারের টি২০ বিশ্বকাপে আমেরিকা বেশ ভাল দল গড়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বাংলাদেশকে নিজেদের ঘরের মাঠে দুইবার হারিয়েছে তারা। ফলে এবারের টি২০ বিশ্বকাপ বেশ রোমাঞ্চকর হবে বলে মনে করা হচ্ছে।
কীভাবে ফ্রিতে দেখবেন বিশ্বকাপ?
ফ্রিতেই দেখা যাবে এবারের টি২০ বিশ্বকাপ। তবে তা মোবাইলে। সেক্ষেত্রে ডিজনি প্লাস হটস্টার (Disney Hotstar) ইনস্টল করতে হবে। পাশাপাশি টিভিতে স্টার স্পোর্টস (Star Sports) চ্যানেলে লাইভ দেখা যাবে সমস্ত ম্যাচ। স্মার্ট টিভিতে টি২০ বিশ্বকাপ দেখতে হলে আবার সাবস্ক্রাইব করতে হবে ডিজনি প্লাস হটস্টার। সুপার প্ল্যানের ক্ষেত্রে ৩ মাসে দিতে হবে ২৯৯ টাকা। আর সারা বছরের জন্য দিতে হবে ৮৯৯ টাকা। তা হলে একইসঙ্গে যে কোনও দুই ডিভাইসে ফ্রিতে দেখা যাবে টি২০ বিশ্বকাপ সহ নানা শো।
২০ ওভারের বিশ্বকাপের প্রথবার চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। তবে তারপর থেকে আর জিততে পারেনি ভারতীয় দল। আইসিসি (ICC) ইভেন্টে ভারত দারুণ খেললেও বারবার ফাইনালে হার ভুগিয়ে চলেছে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাদের (Rohit Sharma)। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (Pakistan) হারিয়ে শিরোপা জিতেছিল। পাকিস্তান প্রথম সংস্করণে রানার্স আপ হয়েছিল। এরপর ২০০৯ সালে যখন এই টুর্নামেন্টটি দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছিল, তখন পাকিস্তান চ্যাম্পিয়ন হয়। এখনও পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সর্বাধিক ২ বার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। এমনিতে আইসিসি প্রতি দুই বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করে। কিন্তু, ২০১৬ সালের পর, এই টুর্নামেন্টটি হয়েছিল ২০২১ সালে। এর পিছনে প্রথম কারণ ছিল কোভিড-১৯ (Covid-19)। যা ২০২০ সালে সমগ্র বিশ্বকে গ্রাস করেছিল।
এবার আইপিএল খেলে ভারতীয় দল আমেরিকায় রওনা দিয়েছে। ১ জুন ওয়ার্ম আপ ম্যাচে ভারতীয় দলের প্রতিপক্ষ বাংলাদেশ। ৬ জুন রোহিতরা তাদের প্রথম ম্যাচ খেলবেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এরপর ৯ জুন ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ। এই মরারণের দিকেই তাকিয়ে গোটা ক্রিকেটবিশ্ব।