scorecardresearch
 

India vs Pakistan: ভারত VS পাকিস্তান ম্যাচ আহমেদাবাদে? বড় ধাক্কা খেল PCB

এই বছরেই ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ। কিন্তু তার আগেই বড় ধাক্কা খেতে হল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। ভারত-পাকিস্তান ম্যাচের পাশাপাশি অন্য ম্যাচগুলির স্টেডিয়াম বদলের আবেদন জানিয়েছিল পিসিবি। আইসিসি ও বিসিসিআইয়ের কাছে এই দাবি জানিয়েছিল তারা। তবে কোনও আবেদনই শোনা হল না। 

Advertisement
ভারত-পাকিস্তান ভারত-পাকিস্তান

এই বছরেই ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ। কিন্তু তার আগেই বড় ধাক্কা খেতে হল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। ভারত-পাকিস্তান ম্যাচের পাশাপাশি অন্য ম্যাচগুলির স্টেডিয়াম বদলের আবেদন জানিয়েছিল পিসিবি। আইসিসি ও বিসিসিআইয়ের কাছে এই দাবি জানিয়েছিল তারা। তবে কোনও আবেদনই শোনা হল না। 

অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের স্টেডিয়াম পরিবর্তনের আবেদন করেছিল পিসিবি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে পাকিস্তানকে। নিরাপত্তার কারণ দেখিয়ে পিসিবি এই ভেন্যু করার আবেদন করলেও তা গৃহীত হয়নি। জানা গিয়েছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ড  আহমেদাবাদের জায়গায় এই ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) করার আবেদন করেছিল। গ্রুপ পর্বের ম্যাচ তারা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলবে না এমনটাই জানিয়েছিল পাক বোর্ড। তবে সে কথা শোনা হয়নি। ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির সঙ্গে বৈঠক করেছে বিসিসিআই। আর সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


পাকিস্তান ক্রিকেট বোর্ড কেন এই দুটি ভেন্যুই পরিবর্তন করতে চায়? তিনি এর উত্তর দেননি। এমতাবস্থায় আইসিসি ও বিসিসিআই তার অনুরোধ ফিরিয়ে দিয়েছে। তিনি বলেন, টুর্নামেন্ট খুব কাছাকাছি, এমন পরিস্থিতিতে ভেন্যু পরিবর্তন করা যাবে না। যাই হোক, ভেন্যু পরিবর্তন করার অধিকার ভারতের আছে, তবে এতেও আইসিসির অনুমতি 

আরও পড়ুন

এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজন নিয়েও দীর্ঘদিন টালবাহানা চলেছে। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই সায় দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। এরপর থেকেই ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে আপত্তির কথা জানায় পাক বোর্ড। তবে তাদের মূল আপত্তি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা নিয়ে। এই বিষয় ফের সমস্যা হতে পারে। এমনটাই মনে করা হচ্ছে। যদিও এই ঘটনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।  

পিসিবি জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ খেলতে দিতে হবে ইডেনে। আহমেদাবাদে তারা খেলতে রাজি নয়। এখনও আনুষ্ঠানিক ভাবে বিশ্বকাপের ক্রীড়াসূচি ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, খসড়া সূচী অনুসারে ৮ অক্টোবর প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। বাবর আজমদের দ্বিতীয় ম্যাচ ১২ অক্টোবর। ১৫ অক্টোবর ভারতের বিরুদ্ধে ম্যাচে নামার কথা পাকিস্তানের। যদিও এখনও কিছুই চূড়ান্ত হয়নি।
 

Advertisement

Advertisement