scorecardresearch
 

ICC World Cup 2023 India VS Australia: বিরাটের ক্যাচ মিসই টার্নিং পয়েন্ট? কামিন্স বললেন...

'ক্যাচ মিস তো ম্যাচ মিস।' এটা তো প্রায় সকলেই জানেন। রবিবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ সেটাই আবারও প্রমাণ করে দিল। ২০০ রান তাড়া করতে নেমে মাত্র ২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল। ২০০ রান করতে গিয়েও সমস্যায় পড়তে হয়েছিল রোহিত শর্মাদের। যদিও দারুণ ইনিংস খেলে ভারতকে জেতান বিরাট কোহলি ও কেএল রাহুল। যদিও বিরাটের ক্যাচ ফেলাটাই টার্নিং পয়েন্ট বলে ধরছেন অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স।

Advertisement
বিরাট কোহলির ক্যাচ মিস বিরাট কোহলির ক্যাচ মিস

'ক্যাচ মিস তো ম্যাচ মিস।' এটা তো প্রায় সকলেই জানেন। রবিবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ সেটাই আবারও প্রমাণ করে দিল। ২০০ রান তাড়া করতে নেমে মাত্র ২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারতীয় দল। ২০০ রান করতে গিয়েও সমস্যায় পড়তে হয়েছিল রোহিত শর্মাদের। যদিও দারুণ ইনিংস খেলে ভারতকে জেতান বিরাট কোহলি ও কেএল রাহুল। যদিও বিরাটের ক্যাচ ফেলাটাই টার্নিং পয়েন্ট বলে ধরছেন অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স।

৮৫ রানের ইনিংস খেলে আউট হন কোহলি। ৯৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন কেএল রাহুল। কিন্তু বিরাট ব্যক্তিগত ১২ রানের মাথায় ক্যাচ তুলে দিয়েছিলেন হ্যাজেলউডের বলে। তবে সহজ ক্যাচ মিস করেন মিচেল মার্শ। ম্যাচ শেষে অজি অধিনায়ক প্যাট কামিন্সও মেনে নিলেন যে বিরাটের ক্যাচ মিসই কাল হয়েছে। ম্যাচের শেষে প্যাট কামিন্স বলেন, 'ওই ক্যাচটা ধরতে পারলে ম্যাচের রঙ বদলে যেতে পারত। তবে আমি ইতিমধ্যেই সেই ঘটনার কথা ভুলে গিয়েছিলাম।  হ্যাজেলউড বিশ্বমানের বোলার। ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে দারুণ বল করেছে। ১০ রানের মধ্যে ৪ উইকেট যদি পড়ে যেত, তবে খুবই ভাল হত। তবে তা হয়নি। ওদের বিশ্বমানের বোলিং অ্যাটাক। তিন স্পিনারই দুর্দান্ত বোলিং করেছে।'

পর্যাপ্ত রান তুলতে না পারাই কি হারের অন্যতম প্রধান কারণ? কামিন্স বলছেন, 'আমার মনে হয় যে ৫০ রান কম ছিল বোর্ডে। আর ৫০ রান বেশি হলে হয়ত আরও লড়াই করার পরিস্থিতি থাকত।' লক্ষ্য মাত্র ২০০ রানের। আর সেই রান তুলতে গিয়েই ০ রানে ড্রেসিংরুমে ফিরে যান ইশান কিশান (০), রোহিত শর্মা (০), শ্রেয়স আইয়ার (০)। জশ হ্যাজলউডের দু'টি ও মিচেল স্টার্কের এক উইকেট। 

আরও পড়ুন

সেখান থেকেই ইনিংস গড়ে তোলেন বিরাট কোহলি ও কেএল রাহুল। ১১৬ বলে ৮৫ রান করলেন কোহলি। আর রাহুল ১১৫ বলে ৯৭ রানে অপরাজিত রইলেন। রাহুলের ওয়ান ডে কেরিয়ারের সেরা ইনিংস বললেও অত্যুক্তি হবে না। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হল। একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, সেঞ্চুরি পূর্ণ করতে একটি চার ও একটি ছয় মারতে হতো। কিন্তু ছয় মেরে বসেন রাহুল। সেঞ্চুরি অপূর্ণ থেকে যায়। ৪১.২ ওভারে ম্য়াচ জিতে নেয় ভারত।

Advertisement

  

Advertisement