বিশ্বকাপ শুরু হয়ে গেলেও করা যায়নি উদ্বোধনী অনুষ্ঠান। তবে ১৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে থাকছে বিনোদনের বিরাট আয়োজন। এমনিতেই রোহিত শর্মা বনাম বাবর আজমদের লড়াই নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। তার পাশাপাশি এই ম্যাচে পারফর্ম করতে দেখা যেতে পারে অরিজিৎ সিং সহ একাধিক তারকাকে।
কখন হবে অনুষ্ঠান?
বিসিসিআই-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভারত-পাক ম্যাচের আগে ভরপুর বিনোদনের ব্যবস্থা থাকবে। বলিউড তারকাদের মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে। শোনা গিয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন তামান্না ভাটিয়া, অরিজিৎ সিংরা। তবে তা হয়নি। শেষ মুহূর্তে বাতিল করা হয় অনুষ্ঠান। তা নিয়ে কম সমালোচনা হয়নি সোশ্যাল মিডিয়ায়। সেই সময় বিসিসিআই কর্তারা জানিয়েছিলেন, বোর্ড সরকারিভাবে অনুষ্ঠানের ব্যাপারে কিছুই জানায়নি। তবে এবার ভারত-পাক ম্যাচের আগে বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, অনুষ্ঠান হবে ভারত-পাক ম্যাচের দিনই। জমকালো অনুষ্ঠানের পর শুরু হবে ২২ গজের মহারণ।
বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, দুপুর ১২:৪০ থেকে শুরু হবে এই জমকালো অনুষ্ঠান। অনুষ্ঠান শেষ হবে দুপুর ১:১০ নাগাদ। সেই সময়, দুই দলের ক্রিকেটাররা মাঠে ঢুকবেন। যদিও বলিউড তারকাদের মধ্যে কারা আসবেন তা এখনও বোর্ডের পক্ষ থেকে জানান হয়নি।
কারা কারা থাকবেন?
ম্যাচ ও অনুষ্ঠান দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে বিসিসিআই-এর গোল্ড কার্ড পাওয়া তারকাদের। সেই তালিকায় সচিন তেন্ডুলকর যেমন রয়েছেন তেমনি রয়েছেন অমিতাভ বচ্চন, রজনীকান্তের মতো তারকারাও। ভারতে আসার ছাড়পত্র পেয়ে গিয়েছেন পাকিস্তানের সাংবাদিকরাও। ২০-২৫ জন পাক সাংবাদিক এই ম্যাচে থাকতে পারেন বলে জানানো হয়েছে। শুধু তাঁরাই নন, আসতে পারেন পিসিবি-র আধিকারিকরাও। অনেকদিন আগে ভিসার আবেদন করলেও, ছাড়পত্র পাননি পাকিস্তানের সাংবাদিকরা। তা নিয়েও জোর বিতর্ক হয়েছিল। তবে ভারত-পাক ম্যাচের আগে সমস্ত বিতর্ক সরিয়ে ফেলতে চাইছে আয়োজক বিসিসিআই।