ইডেনে জন্মদিনটা স্পেশাল বিরাট কোহলির (Virat Kohli) জন্য। তবে দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে দেওয়া রবীন্দ্র জাদেজাও কিন্তু সমান কৃতিত্বের অধিকারী। ১০০ রানের মধ্যে ভারতীয় দল আটকে রাখল এবারের বিশ্বকাপে অন্যতম সফল দলকে। দক্ষিণ আফ্রিকার ১০ উইকেটের পাঁচটাই তো জাদেজার নেওয়া। প্রথম ইনিংসেই বোঝা গিয়েছিল, ইডেনে ব্যাট করা সহজ হবে না। তবে এমনটা যে হবে তা কিন্তু বোঝাই যায়নি।
৯ ওভারে ৩৩ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন জাদেজা। মহম্মদ শামি এবং কুলদীপ যাদবও জোড়া উইকেট নেন। আর এই বিধ্বংসী বোলিংয়েই ২১.৭ ওভারে ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। লিগে ভারতের বাকি আর একটা ম্যাচ। সে ম্যাচে জিতলে অপরাজিত হিসেবে সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে শ্রেয়াস বলছিলেন, 'আমাদের আর তিনটে ম্যাচ বাকি। এই ধারাবাহিকতাই বজায় রাখতে হবে।' ভারতীয় তারকার আত্মবিশ্বাসই যেন বলে দিল, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নিজেদের ফেভারিট ভাবতে আর দ্বিধা করছে না দল।
বিরাট মনে করেন জেতার মতো রান করে ফেলেছে তাঁর দল। কোহলি বলেন, 'আমার মনে হয়, আমরা এই উইকেটে যথেষ্ট রান করে ফেলেছি। আমাদের বোলিংও বেশ ভালো।' শ্রেয়াস আইয়ারের সঙ্গে দারুণ পার্টনারশিপ গড়ে ভারতের রান ৩০০ পার করেন বিরাট। সেই জুটি প্রসঙ্গে বিরাট বলেন, 'এশিয়া কাপের আগে আমরা অনেক অনুশীলন সেশন করেছি। আমরা দু'জনই স্পিনারদের বিপক্ষে ভালো খেলেছি। ভারতের হয়ে খেলার প্রতিটি সুযোগই একটি বিশেষ সুযোগ, স্বপ্নের ব্যাপার।'
ভারতীয় দল এদিন শুরতে ব্যাট করে ৩২৬ রান করে। শতরান করেন বিরাট। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৩ রানেই সমস্ত উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা দল। ২৪৩ রানে দক্ষিণ আফ্রিকাকে হারাল টিম ইন্ডিয়া। পাঁচ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দুটি উইকেট নেন মহম্মদ শামি ও কুলদীপ যাদব। একা উইকেট মহম্মদ সিরাজের।