scorecardresearch
 

ICC Cricket World Cup 2023: আতঙ্কের নাম রোহিত, ভারত-পাক ম্যাচের আগে ভয়ে কাঁপছেন বাবররা

দলের ক্রিকেটাদের ভারতে খেলার অভিজ্ঞতা প্রায় নেই। তাই রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাটিং নিয়ে বেশ আতঙ্কে রয়েছেন পাক ভাইস ক্যাপ্টেন শাদাব খান (Shadab Khan)। 

Advertisement
রোহিত শর্মা ও বাবর আজম রোহিত শর্মা ও বাবর আজম

সাত বছর পর বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলতে ভারতে খেলতে আসছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। শেষবার ২০১৬ সালে টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল পাক দল। সেই দলের মহম্মদ নাওয়াজ একমাত্র ক্রিকেটার যিনি এবারের দলেও রয়েছেন। দলে রয়েছেন ২০১৬ সালে খেলা আগা সলমনও। দলের ক্রিকেটাদের ভারতে খেলার অভিজ্ঞতা প্রায় নেই। তাই রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাটিং নিয়ে বেশ আতঙ্কে রয়েছেন পাক ভাইস ক্যাপ্টেন শাদাব খান (Shadab Khan)। 


এশিয়া কাপেও তাঁর বিধ্বংসী চেহারা দেখেছেন শাদাব খান। আর সেই জন্যই আতঙ্কিত শাদাব। রোহিত প্রসঙ্গে পাক ক্রিকেটার বলেন, ‘রোহিত বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। ওকে আমি শ্রদ্ধা করি। ওর বিরুদ্ধে বোলিং খুবই চ্যালেঞ্জিং। এক বার সেট হলে ওকে রোখা মুশকিল। তবে এশিয়া কাপের ভুল থেকে শিক্ষা নিয়েছি।’ ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক হিসেবে তারকা পাক ক্রিকেটার বেছে নিলেন কুলদীপ যাদবকে। বিশ্বকাপ যতই ১০ দলের লড়াই হোক, টুর্নামেন্টের মূল আকর্ষণ কিন্তু ১৪ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচ। সকলেরই চোখ থাকবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এই মেগা ম্যাচের দিকে।


পাকিস্তান থেকে হায়দরাবাদে এসে দারুণ অভ্যর্থনা পেয়েছেন পাক ক্রিকেটাররা। শুধু তাই নয়, হায়দরাবাদের খাবারের প্রেমেও পড়েছেন শাদাব। পাক ক্রিকেটারদের অনেকেই আবার হায়দরাবাদের রাস্তায় বেরিয়ে পড়েন বিভিন্ন স্ট্রিট ফুড চেখে দেখার জন্য।

আরও পড়ুন

 
ভারতের আতিথেয়তা নিয়েও মুখ খুলেছেন পাক ভাইস ক্যাপ্টেন। শাদাব বলেন, ‘এখানে দারুণ আতিথেয়তা। আর খাবার লা-জবাব। টিমের সাপোর্ট স্টাফরা আতঙ্কে ভুগছে। আমরা যে ভাবে এখানকার সুস্বাদু খাবার খাচ্ছি, মোটা না হয়ে যাই।’ এরপরই অবশ্য আরও একটা মন্তব্য করেই হেসে উঠলেন শাদাব। বলছেন, ‘আশাকরি আমেদাবাদেও একই রকম আতিথেয়তা পাব। ওখানে তো ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে।’

Advertisement

Advertisement