৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। ১২ বছর পর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এবারের বিশ্বকাপ। তার আগেই প্রকাশিত হল বিশ্বকাপের থিম সং। গানের নাম ‘দিল জশন বোলে।‘
এই গানটির সুরকার প্রীতম। পর্দায় দেখা যাচ্ছে রণবীর সিংকে। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রোমোতেও দেখা গিয়েছে বলিউডের অভিনেতাকে। গানের পোস্টারে দেখা যাচ্ছে, রণবীর পরে আছেন নেভি ব্লু রংয়ের শার্ট। সঙ্গে মেরুন রং-এর ব্লেজার। মানানসই টুপি। দূরে দেখা যাচ্ছে, অংশগ্রহণকারী সব দেশের জার্সি পরে রয়েছেন সমর্থকেরা। ২০১১ সালের বিশ্বকাপের থিম সং ছিল দে ঘুমাকে। হিন্দির পাশাপাশি বাংলা ও সিংহলি ভাষায় প্রকাশিত হয়েছিল সেই থিম সং। এবারের থিম সংয়ের নাম ‘দিল জশন বোলে।‘ ৫ অক্টোবর আমদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড।
তার আগে ক্যাপ্টেন্স ডে থাকবে। বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই। সেই অনুষ্ঠানেও থাকবে নানা চমক। গতবারের আইপিএল-এর থিম সং শোনা গিয়েছিল অরিজিৎ সিং-এর গলায়। উদ্বোধনে পারফর্ম করেছিলেন বলিউডের তারকা গায়ক। সেবারও রণবীর সিং-কে মুখ করা হয়েছিল। এবার বিশ্বকাপের থিম সং-এও তাঁকেই দেখা গেল মুখ হিসেবে।
২০১১ সালের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ছিল ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সে কারণে থিম সং প্রকাশিত হয়েছিল তিনটি ভাষায়। হিন্দিতে 'দে ঘুমাকে' (De Gumaa Ke), বাংলায় 'মার ঘুরিয়ে' (Mar Ghuriye) ও সিংহলি ভাষায় 'সিংহা উড়ানে' (Sinha Udane)। হিন্দি গানে সুর দিয়েছিলেন শঙ্কর, এহসান, লয়। গেয়েছিলেন শঙ্কর মহাদেবন ও দিব্য কুমার।