Icc World Cup 2023 Ind Vs Pak: দলের জন্য রান করেন ব্যাটসম্যানরা। কিন্তু তারসঙ্গে জড়ে যায় ব্যক্তিগত মাইলস্টোনও। বিশ্বকাপে শতরানে নিরিখে ভারতীয়দের মধ্যে শীর্ষে আছেন রোহিত শর্মা। বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরানকারী ক্রিকেটারদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন রোহিত। কেরিয়ারের তৃতীয় একদিনের বিশ্বকাপ খেলতে নেমে এই রেকর্ড গড়েন হিটম্যান।
ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৬ বার একদিনের বিশ্বকাপে খেলেছিলেন। তাতে তিনি করেন ছ'টি সেঞ্চুরি, এদিকে রোহিত ৩ নম্বর বিশ্বকাপের তৃতীয় ম্যাচ পর্যন্ত সপ্তম শতরান করেছেন ভারত অধিনায়ক। চলতি বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে প্রথম শতরানের খাতা খোলেন রোহিত। প্রতিটি বিশ্বকাপে (১৯৭৫-২০২৩) ভারতীয়দের মধ্যে প্রথম শতরান করেছিলেন কোন ব্যাটসম্যানরা? সেই তথ্যই তুলে ধরা এই প্রতিবেদনে।
ভারতের প্রথম সেঞ্চুরিয়ান কে?
১৯৭৫ এবং ১৯৭৯ সালের বিশ্বকাপে কোনও ভারতীয় ব্যাটসম্যানই শতরান করতে পারেননি। ভারতের হয়ে প্রথম বিশ্বকাপে শতরান করেন কপিল দেব। ১৯৮৩ সালে একদিনের বিশ্বকাপে ভারতের প্রথম সেঞ্চুরিয়ানের নাম কপিল দেব। জিম্বাবোয়ের বিরুদ্ধে কপিলের মহাকাব্যিক অপরাজিত ১৭৫ রানের ইনিংসটা ভারতীয় ক্রিকেটের লোকগাথায় জায়গা করে নিয়েছে।
১৯৮৭ সালে বিশ্বকাপে প্রথম শতরানকারী
১৯৮৭ সালের বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম শতরান করেন সুনীল গাভাসকর। নাগপুরে বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামের মাঠে সেঞ্চুরি করেন লিটল মাস্টার।
১৯৯২ সালে কে সেঞ্চুরি করেন?
১৯৯২ সালের বিশ্বকাপে কোনও ভারতীয় ব্যাটসম্যান শতরান করতে পারেননি।
১৯৯৬ সালে প্রথম সেঞ্চুরি করেন কে?
১৯৯৬ সালে ঘরের মাঠে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে প্রথম শতরানকারীর নাম সচিন তেন্ডুলকর। কটকের মাঠে কেনিয়ার বিরুদ্ধে অপরাজিত ১২৭ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। সেই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে আরও একটি শতরান করেছিলেন সচিন। ফিরোজ শাহ কোটলায় ১৩৭ রান করেছিলেন সচিন।
১৯৯৯ সালের বিশ্বকাপে কার হাত ধরে সেঞ্চুরি আসে?
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শতরান আসে সচিনের ব্যাট থেকেই। কেনিয়ার বিরুদ্ধে ১৪০ রানে অপরাজিত একটা ইনিংস খেলেছিলেন। এই বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, অজয় জাদেজারাও শতরান হাঁকিয়েছিলেন।
২০০৩ সালে প্রথম সেঞ্চুরি করেন কে?
২০০৩ সালে একদিনের বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে প্রথম শতরানকারীর নাম সচিন তেন্ডুলকর। নাবিবিয়ার বিরুদ্ধে ম্যাচে ১৫২ রানের দুরন্ত একাট ইনিংস খেলেন সচিন।
২০০৭ সালের বিশ্বকাপে?
ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শতরান আসে বীরেন্দ্র সেহওয়াগের ব্যাট থেকে। বার্মুডার বিরুদ্ধে ১১৪ রান করেছিলেন বীরু।
২০১১ সালে প্রথম সেঞ্চুরি কার?
ভারতীয়দের মধ্যে প্রথম সেঞ্চুরিয়ান সেহওয়াগই, বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরে ১৭৫ রানের ইনিংস খেলেছিলেন বীরু।
২০১৫ সালে কে প্রথম সেঞ্চুরির খাতা খোলেন?
ভারতীয়দের মধ্যে বিশ্বকাপে প্রথম শতরানের খাতা খোলেন কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন ১০৭ রান।
২০১৯ সালের সেঞ্চুরি আসে কার ব্যাটে?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম শতরানকারী ভারতীয় ব্যাটসম্যান হলেন রোহিত শর্মা।হিটম্যান করেছিলেন ১২২ রান।
২০২৩ সালেও প্রথম সেঞ্চুরিয়ান রোহিতই
আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করে রেকর্ড বুকে নাম তুলে রাখলেন রোহিত। তিনিই এবারও প্রথম সেঞ্চুরিকারী ব্যাটার।