Suryakumar Yadav: 'সূর্যকুমার পাকিস্তানি হলে সুযোগই পেত না', কেন এমন বললেন প্রাক্তন পাক ক্রিকেটার?

দারুণ ছন্দে রয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টি২০ ব্যাটারদের তালিকায় বিশ্বের ১ নম্বরে উঠে এসেছেন ভারতীয় তারকা। পাকিস্তানের প্রাক্তন ব্যাটার সালমান বাটও তাঁর প্রশংসা করেছেন।  পিসিবির ক্রিকেট নীতির বিরোধিতা করে তিনি বলেন, পাকিস্তানে যদি একটা সূর্যকুমার থাকত, তবে সে এতদূর পৌঁছাতে পারত না। 

Advertisement
'সূর্যকুমার পাকিস্তানি হলে সুযোগই পেত না', কেন এমন বললেন প্রাক্তন পাক ক্রিকেটার?সূর্যকুমার যাদব

দারুণ ছন্দে রয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টি২০ ব্যাটারদের তালিকায় বিশ্বের ১ নম্বরে উঠে এসেছেন ভারতীয় তারকা। পাকিস্তানের প্রাক্তন ব্যাটার সালমান বাটও তাঁর প্রশংসা করেছেন।  পিসিবির ক্রিকেট নীতির বিরোধিতা করে তিনি বলেন, পাকিস্তানে যদি একটা সূর্যকুমার থাকত, তবে সে এতদূর পৌঁছাতে পারত না। 

পাকিস্তানের প্রাক্তন ওপেনার তাঁর ইউটিউব চ্যানেলে এই ব্যাপারে মুখ খুলেছেন, '৩০ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পেয়েছে সূর্যকুমার। আমি ভাবছিলাম ও ভারতীয় বলে বেশ ভাগ্যবান। পাকিস্তানে থাকলে সুযোগ পেত না। কারণ আমাদের নীতিগুলো এমনই। ৩০ বছর বয়স হয়ে গেলে আর অভিষেক করতে দেওয়া হয় না।' বাট আরও বলেন, 'এখন যারা পাকিস্তান দলে আছে, তাদের নিয়ে সমস্যা নেই। তিরিশের পর দলে অভিষেক করাটাই বড় চ্যালেঞ্জ।  

সূর্যকুমার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে ৫১ বলে ১১২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। টি২০ ক্রিকেটে এটা তৃতীয় সেঞ্চুরি। তাঁর ইনিংসে ছিল ৭টা চার আর ৯টা ছক্কা। স্ট্রাইক রেট ২১৯.৬১।  

স্কাইয়ের এই ইনিংসে মুগ্ধ বাট। তিনি বলেন, 'সূর্যকুমারের ফিটনেস ও মানসিকতা আশ্চর্যজনক। প্রত্যেকটা বোলারের মন পড়তে পারে ও।' ৩০ বছর বয়সে, সূর্যকুমার যাদব টিম ইন্ডিয়ায় অভিষেক করেন। ২০২১ সালে টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ম্যাচ খেলেন তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দাপট দেখিয়ে দলে জায়গা পেয়েছেন সূর্যকুমার। ২০২২ সালে, সূর্যকুমার যাদব T20 ক্রিকেটে সর্বোচ্চ রান করা ব্যাটার হয়েছেন সূর্য। 

মাঠের যে কোনও কোনায় শট মারতে পারেন সূর্কুমার। টেকনিকের দিক থেকেও বেশ শক্তিশালী। তবে তাঁর ব্যাটিং-এর চমৎকার দিক হল, ভয়ডরহীন ক্রিকেট। শুরু থেকেই চালিয়ে খেলতে থাকা। যা আধুনিক টি২০ ক্রিকেটে দারুণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি ফিটনেস দারুণ থাকায় রানিং বিটুইন দ্য উইকেটসও বেশ ভাল। এই সমস্ত গুনই তাঁকে এই মুহূর্তে বিশ্বের সেরা টি২০ ব্যাটার করে তুলেছে।

Advertisement

POST A COMMENT
Advertisement