India vs Australia: ভারতের মাটিতে কীভাবে হারানো যাবে রোহিতদের? পথ বাতলে দিলেন গিলক্রিস্ট

অস্ট্রেলিয়া দল (India vs Australia) ভারতের মাটিতে চার টেস্টের সিরিজ খেলতে নামবে। অজিদের সামনে দীর্ঘদিন পর সিরিজ জয়ের হাতছানি। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) আত্মবিশ্বাসী। তিনি মনে করেন প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বে দল ১৯ বছর পর ভারত থেকে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতে নিয়ে যেতে পারে।

Advertisement
ভারতের মাটিতে কীভাবে হারানো যাবে রোহিতদের? পথ বাতলে দিলেন গিলক্রিস্টঅস্ট্রেলিয়া দল
হাইলাইটস
  • ভারতকে হারাতে পারে অস্ট্রেলিয়া
  • উপায় বললেন গিলক্রিস্ট

অস্ট্রেলিয়া দল (India vs Australia) ভারতের মাটিতে চার টেস্টের সিরিজ খেলতে নামবে। অজিদের সামনে দীর্ঘদিন পর সিরিজ জয়ের হাতছানি। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) আত্মবিশ্বাসী। তিনি মনে করেন প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বে দল ১৯ বছর পর ভারত থেকে বর্ডার-গাভাস্কার ট্রফি জিতে নিয়ে যেতে পারে।


'নতুন স্পিনার নিয়ে পরীক্ষা করা উচিত নয়'

প্রাক্তন উইকেট-রক্ষক ব্যাটসম্যান গিলক্রিস্ট, মনে করেন উপমহাদেশীয় পরিস্থিতিতে নতুন স্পিনারদের নিয়ে পরীক্ষা করা একেবারেই ঠিক হবে না। মঙ্গলবার 'ফক্স স্পোর্টস'কে গিলক্রিস্ট বলেন, 'আমি মনে করি এই দলটা অনেকদিন ধরেই একসঙ্গে খেলছে। ঠিক যেমনটা হয়েছিল ২০০৪ সালেও। বেশিরভাগ দল ভারতে যায় এই আশা নিয়ে যে তারা একজন নতুন স্পিনার আনবে যে ভারতে। যে সকলকে চমকে দেবে। কিন্তু বাস্তবে তা হয় না।'১৯৬৯ সালের পর অস্ট্রেলিয়া ভারতে মাত্র একটি টেস্ট সিরিজ জিতেছে। 

গিলক্রিস্ট মনে করেন অস্ট্রেলিয়াকে তাদের সেরা চার বোলারের ওপরেই নির্ভর করা উচিত। গিলক্রিস্ট বলেন, 'অভিজ্ঞ ফাস্ট বোলাররা বল রিভার্স সুইং করাতে পারে। নাথান লিয়ন পষ্টতই আমাদের সেরা অফ-স্পিনার, তাকে বড় ভূমিকা পালন করতে হবে। '

গিলক্রিস্ট
গিলক্রিস্ট

কবে দলে ফিরছেন স্টার্ক?
বর্তমানে অস্ট্রেলিয়ার সবচেয়ে অভিজ্ঞ ফাস্ট বোলার মিচেল স্টার্ক আঙুলের চোট কাটিয়ে সেরে উঠছেন। তবে নাগপুরে প্রথম টেস্টে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনেরও আঙুল ভেঙে গিয়েছে। এরপর তাঁর অস্ত্রোপচার হয়। তবে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা প্রথম টেস্টের আগে তিনি ফিট হবেন বলে আশা করা হচ্ছে। প্রাক্তন তারকা ক্রিকেটার গিলক্রিস্ট বলেন, ফাস্ট বোলিং অলরাউন্ডার গ্রিনের ফিরে আসা দলে অতিরিক্ত স্পিনার নেওয়ার সুযোগ করে দিতে পারে।'

২০০৪ সালের সিরিজ জয় নিয়ে গিলক্রিস্ট বলেছেন, 'সেই সময়ে আমাদের দলের মানসিকতা একেবারে অন্যরকম ছিল। অস্ট্রেলিয়া দল এবারও তাই করতে পারে কি না সেটাই এখন দেখার।'

Advertisement

POST A COMMENT
Advertisement