পাকিস্তান দলের তারকা ফাস্ট বোলার শাহিন আফ্রিদি চোটের জন্য দলে নেই। একইভাবে দলে নেই ভারতের জসপ্রীত বুমরা। এই দুই ফাস্ট বোলারের না থাকা বড় ফ্যাক্টর হতে পারে।
৫ উইকেটে ভারতের জয় অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বলের পাশাপাশি ব্যাট হাতেও ভারতকে ম্যাচ জেতালেন হার্দিক।
৪ উইকেটে ১১৬ করে ফেলল ভারত
৯৭ রানে ৪ উইকেট হারিয়েছে ভারত।
চার উইকেট হারাল ভারত। ৮৯ রান করেছে তারা।
ভারতকে ৫৯ রান করতে হবে।
৮৩ রানে ৩ উইকেট হারিয়েছে ভারত।
৩৪ বলে ৩৫ রান করে আউট বিরাট।
৬ ওভার শেষে ১ উইকেটে ৩৮ রান ভারতের।
২৯ রানে ১ উইকেট হারিয়েছে ভারত।
১ উইকেট হারিয়ে ১৫ রান করেছে ভারত।
১০ রানে ১ উইকেট হারিয়েছে ভারত।
বিরাটের ক্যাচ মিস করলেন ফাকার জামান। নাসিম শাহের প্রথম ওভারের শেষে ভারতের রান ৩।
১ রানে ১ উইকেট হারাল ভারত। নামলেন বিরাট।
রোহিত শর্মা ও কেএল রাহুল ব্যাট করতে নামলেন।
১৪৭ রানে সব উইকেট হারাল পাকিস্তান। চার উইকেট ভুবনেশ্বরের। ৩ উইকেট নিলেন হার্দিক।
৩ উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার।
১৮ ওভার শেষে ৭ উইকেটে ১২৪ রান পাকিস্তানের
উইকেট নিলেন আর্শদীপ। আউট হলেন নাওয়াজ।
বিরাট সমস্যায় পাকিস্তান। দারুণ বল করলেন ভুবনেশ্বর।