টিম ইন্ডিয়াআহমেদাবাদে শেষ টি২০ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তবে শেষ ম্যাচে দলে বদল আসতে চলেছে। শুভমন গিল চোট পেয়ে যাওয়ায়, তাঁর জায়গায় দলে আসতে পারেন সঞ্জু স্যামসন। এই সিরিজে তিনি দলে থাকলেও একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি। ফলে এই ম্যাচ তাঁর কাছে বড় পরীক্ষা।
ওপেন করতে নামবেন স্যামসন?
গিল না থাকায় প্রিয় ওপেনিং স্লট খুলে যেতে পারে সঞ্জুর জন্য। বিশ্বকাপের আগে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ বাকি থাকায়, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এর মধ্যেই সঞ্জুকে এই সুযোগ কাজে লাগাতে হবে। কারণ গিল একেবারেই ফর্মে নেই। তাই তাঁর জায়গা নিতে হলে, ভাল পারফর্ম করতে হবে উইকেটকিপার ব্যাটারকে। এদিকে, দক্ষিণ আফ্রিকা দলের পক্ষে সিরিজ জেতার কোনও সুযোগ নেই। তবে তারা সিরিজে সমতা ফেরাতে মরিয়া চেষ্টা চালাবে।
দলে ফিরবেন বুমরা
ব্যক্তিগত কারণে ফাস্ট বোলার জসপ্রীত বুমরা তৃতীয় টি-টোয়েন্টি খেলতে পারেননি। তবে, বুমরা আবার দলে যোগ দিয়েছেন এবং লখ নউতে ভারতীয় খেলোয়াড়দের সাথে অনুশীলন করতে দেখা গেছে। তিনি শেষ টি-টোয়েন্টিতে প্লেয়িং ইলেভেনে ফিরতে পারেন। বুমরা খেললে হর্ষিত রানাকে বাইরে রাখা হবে। কুলদীপ যাদবের জায়গায় আসতে পারেন ওয়াশিংটন সুন্দরও।
দক্ষিণ আফ্রিকার সাদা বলের দলে পরিবর্তন বোঝা সবসময়ই কঠিন, তাছাড়াও কেন তাঁরা দলে এই পরিবর্তনগুলি করেন সেটাও বোঝা কঠিন। আহমেদাবাদের ম্যাচটিও এর ব্যতিক্রম হবে না, যেখানে দক্ষিণ আফ্রিকা আবারও তাদের দলে আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারে।
পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য প্লেয়িং ১১: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, জসপ্রিত বুমরা এবং বরুণ চক্রবর্তী।
পঞ্চম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য প্লেয়িং ১১: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), ডিওয়াল্ড ব্রুইস, ডেভিড মিলার, ডোনোভান ফেরেরিরা, মার্কো জ্যানসেন, করবিন বোশ, অ্যানরিচ নর্টজে, লুঙ্গি এনগিডি, ওটনেল।