১৮ ডিসেম্বর শেষ হয়েছে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022)। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে জিতেছে আর্জেন্টিনা (Argentina)। ৩৬ বছর পর বিশ্বকাপ জেতার স্বপ্ন সফল হয়েছে লিওনেল মেসিদের (Lionel Messi)। সারা বিশ্বের ফুটবল ভক্তদের পাশাপাশি ভারতীয়রাও আর্জেন্টিনার এই জয় উদযাপন করেছে। এর মধ্যেই একটা প্রশ্নই বারবার সবার মনে ঘুরপাক খাচ্ছে, ভারত (India) কবে বিশ্বকাপ খেলবে? ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো(Gianni Infantino) নিজেই এখন এ বিষয়ে কথা বলেছেন।
ভারতীয় ফুটবল দল একবারও বিশ্বকাপের অংশ হতে পারেনি। পরবর্তী ফিফা বিশ্বকাপ হবে ২০২৬ সালে। তিনটি দেশ যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করবে। আমেরিকা, কানাডা ও মেক্সিকো। এখন ফিফা সভাপতি ইনফান্তিনো আশা প্রকাশ করেছেন,সুনীল ছেত্রীরা আগামী বিশ্বকাপে খেলতে পারেন। ইনস্টাগ্রাম লাইভে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: বিশ্বকাপে দারুণ পারফর্ম্যান্স, দেশে ফিরতেই রাজকীয় সম্মান জিয়েশ-মডরিচদেরও
ফিফা সভাপতির বক্তব্য
ইনফ্যান্টিনো বলেন, 'আগামী বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে। তাই ভারতের সামনে খেলার সুযোগ রয়েছে।' লাইভ চলাকালীন, তাঁকে ভারতের পরবর্তী বিশ্বকাপে খেলার বিষয়ে একটি প্রশ্ন করা হয়েছিল। এ প্রসঙ্গে ফিফা প্রধান বলেন,'২০২৬ সালের বিশ্বকাপে ৩২টির পরিবর্তে ৪৮টি দল মাঠে নামবে। তাই ভারতের সামনে যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। আমি ভারতীয় ভক্তদের আশ্বস্ত করতে চাই যে ভারতীয় ফুটবলকে আরও বড় করতে আমরা ভারতে প্রচুর বিনিয়োগ করছি। এত বড় দেশে শক্তিশালী ফুটবল প্রতিযোগিতা হওয়া উচিত। এ নিয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।'
আরও পড়ুন: লাইক-কমেন্টে ডিমের সেই রেকর্ডও ভাঙলেন মেসি, ইনস্টাগ্রামেও চ্যাম্পিয়ন LM10
কাতারে বিশ্বকাপের সফল আয়োজনের পর ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো বলেন,“এবারের বিশ্বকাপে দারুণ প্রতিযোগিতা হয়েছে। ইতিহাসে প্রথমবার, সব মহাদেশের দল ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে আমরা দেখছি ফুটবল খেলা সত্যিকার অর্থেই বিশ্বময় হয়ে উঠছে।'
এখন দলের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতের কাছে সত্যিই এই টুর্নামেন্টে যোগ্যতা অর্জনের একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। যদিও এটি এত সহজ হতে যাচ্ছে না। ভারতীয় দল এখনও ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করছে তা বলা যাবে না। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে হলে ভারতীয় দলকে আরও ভালো খেলতে হবে।