Asian Games 2023: চিন বনাম ভারত ম্যাচ, দলে নেই সুনীল সহ একাধিক সিনিয়র

এশিয়ান গেমসে (Asian Games 2023) সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) খেলতে যাওয়া নিয়ে টাল বাহানা কম হয়নি। তবে এশিয়ান গেমসের প্রথম ম্যাচে ক্যাপ্টেনকে ছাড়াই খেলতে নামছে ভারতীয় দল (Indian Football Team)। শুধু তাই নয়, ইগর স্টিম্যাচের (Igor Stimac) দলে থাকছেন না আরও এক তারকা সন্দেশ ঝিঙ্গনও (Sandesh Jhingan)।

Advertisement
চিন বনাম ভারত ম্যাচ, দলে নেই সুনীল সহ একাধিক সিনিয়রভারতীয় দল

এশিয়ান গেমসে (Asian Games 2023) সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) খেলতে যাওয়া নিয়ে টাল বাহানা কম হয়নি। তবে এশিয়ান গেমসের প্রথম ম্যাচে ক্যাপ্টেনকে ছাড়াই খেলতে নামছে ভারতীয় দল (Indian Football Team)। শুধু তাই নয়, ইগর স্টিম্যাচের (Igor Stimac) দলে থাকছেন না আরও এক তারকা সন্দেশ ঝিঙ্গনও (Sandesh Jhingan)।


এশিয়ান গেমসে প্রথম ম্যাচে শক্তিশালী চিনের (India vs China) বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। সেই দলে থাকছেন না ভারতের দুই তারকা। ভারতীয় কোচের প্রতিটি কথায় হতাশা, যন্ত্রণা ধরা পড়ল। একই সঙ্গে তিনি কিছুটা বিরক্তও। বারেবারে বলা সত্ত্বেও সঠিক সময় ফুটবলারদের ছাড়েনি ক্লাবগুলো। এর জেরেই ক্ষোভ প্রকাশ করেছেন স্টিম্যাচ। একই কারণে এর আগে ক্ষোভ জানিয়েছিলেন সুনীলও। যে ভাবে দেরি করে ফুটবলারদের পাওয়া গিয়েছে, তাতে খুশি নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। স্টিম্যাচ সাফ জানিয়ে দিয়েছেন, চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলাবেন না সুনীল ছেত্রী এবং সন্দেশ ঝিঙ্গনকে।

 
রবিবার রাতে চিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় দল। তাঁরা পৌঁছবেন সোমবার বিকেল পাঁচটায়। এশিয়া কাপের প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে বিনা প্রস্তুতিতে নামবে ভারত। ফুটবলারদের যাতে চোট-আঘাত না লাগে সে কথা ভেবেই প্রথম সারির খেলোয়াড়দের নামাবেন না।


স্টিম্যাচ বলেন, 'চিন ম্যাচ নিয়ে ভাবছিই না। সন্দেশ এবং সুনীলকে দেখতে না পেলে অবাক হবেন না। ওদের প্রথম ম্যাচে খেলাতে চাই না। আমি বাংলাদেশ এবং মায়ানমার ম্যাচ নিয়ে ভাবছি।‘ অনেকদিন ধরে একসঙ্গে খেলছে চিনের ফুটবলাররা। সেটাই চিন্তায় রাখছে ভারতীয় ফুটবল দলকে। ভারতীয় দলের কোচ সংযোজন করেন, 'এই চিন দলটা অনেক দিন ধরে খেলছে। সাম্প্রতিক কালে বেশ শক্তিশালী দলকে হারিয়েছে। ওরা ৪-৪-২ ছকে খেলে। স্ট্রাইকারটা দুর্দান্ত। এই দলের জন্যে ওরা অনেক বিনিয়োগ করেছে। আমাদেরই ভাবতে হবে এই ম্যাচের জন্যে সেরাটা নিংড়ে দেব নাকি পরের ম্যাচের জন্য তুলে রাখব।'
 

Advertisement

POST A COMMENT
Advertisement