scorecardresearch
 

ICC Women World Cup: ২০২৫-এর মহিলা বিশ্বকাপ হবে ভারতে, ঘোষণা ICC-র

আইসিসি-র পুরুষদের কমিটিতে নেওয়া হল ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। আইসিসি অ্যাসোসিয়েট সদস্য হয়েছে আইভোরি কোস্ট, উজবেকিস্তান ও কম্বোডিয়া।

Advertisement
মহিলাদের বিশ্বকাপ মহিলাদের বিশ্বকাপ
হাইলাইটস
  • আইসিসি বিশ্বকাপ ভারতে
  • ২০১৩-র পর ফের মহিলাদের বিশ্বকাপ আয়োজন করবে ভারত

২০২৫ সালে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। বার্মিংহামে মঙ্গলবার হওয়া আইসিসি-র বার্ষিক সভায় ৫০ ওভারের বিশ্বকাপের জন্য বিড করেছিল ভারত। সেই বিডে জিতে ভারতীয় দল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব জিতে নিয়েছে। শেষবার ২০১৩ সালে মহিলাদের বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। 

২০২৪ সালে মহিলাদের টি২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডে টি২০ বিশ্বকাপ হবে ২০২৬ সালে। ২০২৭ সালে টি২০ চ্যাম্পিয়ন্স লিগ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দারুণ খুশি ২০২৫ সালের মহিলাদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ায়। তিনি বলেন, ''আমরা আইসিসি ২০২৫ মহিলাদের বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিলাম আমরা। সেই দায়িত্ব পাওয়ায় আমরা খুব খুশি।'' আইসিসি-র এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বছরের নভেম্বরে আইসিসি-র চেয়ারম্যান নির্বাচন হবে। এই পদের মেয়াদ দুই বছরের।

আরও পড়ুন: চোখ ধাঁধানো নতুন সাজে মোহনবাগান তাঁবু, উদ্বোধনের আগেই রইল সব ছবি

 

আইসিসি-র কমিটিতে লক্ষ্মণ
আইসিসি-র পুরুষদের কমিটিতে নেওয়া হল ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। আইসিসি অ্যাসোসিয়েট সদস্য হয়েছে আইভোরি কোস্ট, উজবেকিস্তান ও কম্বোডিয়া।  

২০১৩ সালে ভারতের মাটিতে শেষবার মহিলাদের বিশ্বকাপে জিতেছিল অস্ট্রেলিয়া। ২০১৭ সালে ভারতকে ফাইনালে হারিয়ে দিয়ে বিশ্বকাপ জিতে নেয় আয়োজক ইংল্যান্ড দল। ২০২১ সালে ফের বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও কোভিডের জন্য তা আয়োজন করা যায়নি। এই বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয় মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ। ফের শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। এই নিয়ে সাতবার মহিলাদের বিশ্বকাপ জিতে নিল তারা। 

Advertisement

আরও পড়ুন: অবসর নিলেন ভিন্স ম্যাকমোহন, WWE-র নয়া কর্তা Triple H, মাইনে কত?

এই বছরেই অস্ট্রেলিয়ায় ছেলেদের টি২০ বিশ্বকাপের আসর বসবে। ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ২৩ অক্টোবর সুপার ১২-এর লড়াইয়ে নামবে রোহিত শর্মার ভারত ও বাবর আজমের পাকিস্তান।    

Advertisement