scorecardresearch
 

India vs New Zraland: NZ-এর বিরুদ্ধে প্রথম ODI-তে জায়গা পাবেন সূর্য-ইশান? কেমন হতে পারে দল

নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Team India)। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ হায়দরাবাদে খেলতে নামবে ভারত-নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডে ২১ জানুয়ারি রায়পুরে এবং তৃতীয় ম্যাচটি ২৪ জানুয়ারি ইন্দোরে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় দুপুর ১.৩০টা থেকে সমস্ত ম্যাচ খেলা হবে।

Advertisement
সূর্যকুমার ও ইশান সূর্যকুমার ও ইশান
হাইলাইটস
  • আগামীকাল প্রথম ম্যাচ খেলবে ভারত-নিউজিল্যান্ড
  • জায়গা পেতে পারেন ইশান

নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Team India)। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ হায়দরাবাদে খেলতে নামবে ভারত-নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডে ২১ জানুয়ারি রায়পুরে এবং তৃতীয় ম্যাচটি ২৪ জানুয়ারি ইন্দোরে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় দুপুর ১.৩০টা থেকে সমস্ত ম্যাচ খেলা হবে।

কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ০-৩ ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় দল। এই সিরিজে সুযোগ পাননি ভারতের দুই প্রতিভাবান  ব্যাটার। ওপেনার ইশান কিশান (Ishan Kishan) শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে একটাও ম্যাচ খেলতে পারেননি। টি২০তে দারুণ ফর্মে থাকা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। 

সুযোগ পেতে পারেন সূর্যকুমারও

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ইশান কিশানের সুযোগ পাওয়া একপ্রকার নিশ্চিত। কেএল রাহুল এই সিরিজে খেলছেন না। তবে ওপেনিং-এ ইশান সুযোগ পাবেন কি না তা এখনই বলা যাচ্ছে না। কারণ ওপেনার হিসেবে শুভমন গিল শ্রীলঙ্কা সিরিজে দারুণ খেলেছেন। তাই ইশানকে মিডল অর্ডারে খেলতে দেখা যেতে পারে। অন্যদিকে, শ্রেয়াস আইয়ার চোটের জন্য বাদ পড়ায় তাঁর জায়গায় খেলতে দেখা যেতে পারে সূর্যকুমারকে।  নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে রাখা হয়নি স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলকেও। এমন পরিস্থিতিতে প্লেয়িং-১১-এ অক্ষরের জায়গায় সুযোগ পেতে পারেন ওয়াশিংটন সুন্দর। 

ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইশান কিষাণ, বিরাট কোহলি, রজত পাতিদার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, রজত পাতিদার। 

ভারতের নিউজিল্যান্ড সফর (সূচি):

প্রথম একদিনের ম্যাচ- ১৮ জানুয়ারি, হায়দ্রাবাদ
দ্বিতীয় একদিনের ম্যাচ- ২১ জানুয়ারি, রায়পুর
তৃতীয় একদিনের ম্যাচ- ২৪ জানুয়ারি, ইন্দোর
প্রথম টি২০ - ২৭ জানুয়ারী, রাঁচি
দ্বিতীয় টি২০ - ২৯ জানুয়ারী, লখনউ
তৃতীয় টি২০ - ১ ফেব্রুয়ারি, আমদাবাদ 
 

Advertisement

Advertisement