অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলমান বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে রবিবারই দিল্লি টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার কিছুক্ষণ পরেই শেষ দুই ম্যাচের জন্য ঘোষণা করা হয়েছে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার স্কোয়াডে কোনও পরিবর্তন হয়নি। যদিও জয়দেব উনাদকাট আবারও টিম ইন্ডিয়াতে যোগ দিয়েছেন। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বাধীন একই দলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানকে ঐতিহাসিক ৪-০ ব্যবধানে রূপান্তরিত করতে হবে।
রনজি ট্রফির ফাইনাল খেলার জন্য দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে মুক্তি পান ফাস্ট বোলার জয়দেব উনাদকাট। সৌরাষ্ট্র দল রনজি ট্রফির শিরোপা জিতেছে, এমন পরিস্থিতিতে তিনি আবারও টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়েছেন।
ফর্মের ধারেকাছে নেই রাহুল। তাঁকে বাদ দেওয়ার জোরালো দাবি উঠেছে নেট মাধ্যমে। তবে তৃতীয় টেস্টেও তাঁর উপর আস্থা রেখেছেন নির্বাচকরা। কিন্তু রাহুলের নামের পাশে 'সহ-অধিনায়ক' বলে উল্লেখ নেই। সাধারণত ক্রিকেটারের নামের সঙ্গে অধিনায়ক ও সহ-অধিনায়ক জুড়ে দল ঘোষণার রীতি। এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। ফলে জল্পনা জোরদার হচ্ছে, রাহুল কি সহ-অধিনায়কত্ব খোয়ালেন? এর আগে ওয়ান ডে-র সহ-অধিনায়ক পদ থেকেও তাঁকে ছাঁটাই করা হয়েছিল। সহ-অধিনায়ক না থাকায় তাঁকে প্লেয়িং ইলেভেনে রাখার বাধ্যবাধকতাও থাকছে না। ফলে তৃতীয় টেস্টে রাহুলের জায়গায় গিল সুযোগ পেতে চলেছেন বলে অনেকে মনে করছেন। যদিও গোটা বিষয়ে বিসিসিআই-র তরফে কোনও বিবৃতি মেলেনি।
বাকি ২ টেস্টের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (সি), কেএল রাহুল, এস গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, কেএস ভরত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আর অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার , সূর্যকুমার যাদব, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।
এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভারতকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে হবে, তার জন্যও ঘোষণা করা হয়েছে টিম ইন্ডিয়া। সেখানে অধিনায়ক রোহিত শর্মাকে প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে, তাঁর অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল এবং জয়দেব উনাদকাট।