scorecardresearch
 

India Tour Of South Africa: রুতুরাজ OUT, দঃ আফ্রিকায় টেস্টেই সম্ভবত বাংলার ওপেনারের ডেবিউ

দক্ষিণ আফ্রিকা (India VS South Africa) সফরে টেস্ট দল থেকে বাদ পড়েছেন ওপেনার রুতুরাজ গায়কওয়াড। তাঁর জায়গায় বাংলার তারকা ক্রিকেটার অভিমন্যু ইশ্বরনকে (Abhimanyu Easwaran) দলে নিল ভারত (Team India)। বাংলার ঘরোয়া ক্রিকেটে আগুন লাগালেও অভিমন্যু এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই একদিনের সিরিজে আঙুলে চোট পাওয়ায়, দল থেকে ছিটকে গিয়েছিলেন রুতুরাজ গায়কওয়াড (Ruturaj Gaikwad)। ইতিমধ্যেই দু'বার ভারতীয় দলের স্কোয়াডে জায়গা পেলেও অভিষেক হয়নি অভিমন্যু ইশ্বরনের।

Advertisement
অভিমন্যু ইশ্বরন অভিমন্যু ইশ্বরন

দক্ষিণ আফ্রিকা (India VS South Africa) সফরে টেস্ট দল থেকে বাদ পড়েছেন ওপেনার রুতুরাজ গায়কওয়াড। তাঁর জায়গায় বাংলার তারকা ক্রিকেটার অভিমন্যু ইশ্বরনকে (Abhimanyu Easwaran) দলে নিল ভারত (Team India)। বাংলার ঘরোয়া ক্রিকেটে আগুন লাগালেও অভিমন্যু এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই একদিনের সিরিজে আঙুলে চোট পাওয়ায়, দল থেকে ছিটকে গিয়েছিলেন রুতুরাজ গায়কওয়াড (Ruturaj Gaikwad)। ইতিমধ্যেই দু'বার ভারতীয় দলের স্কোয়াডে জায়গা পেলেও অভিষেক হয়নি অভিমন্যু ইশ্বরনের।

অভিমন্যু ভারত এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে খেলতে গিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ওপেনার অভিমন্যুকে খেলানো হতে পারে। ২৬ ডিসেম্বর 'বক্সিং ডে'-তে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। অভিমন্যু এর আগেও দু'বার টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে ছিলেন। ২০২১ সালে ইংল্যান্ড সফরে এবং ২০২২ সালে বাংলাদেশ সফরে তিনি সুযোগ পেলেও ম্যাচ খেলতে পারেননি। শুধু তাই নয়, ২০১৯-২১ মরশুমে WTC ফাইনালেও স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে অভিমন্যু ইশ্বরানের পারফরম্যান্স
ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলা অভিমন্যু ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করছেন। ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ৮৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এর মধ্যেই ৬৫৬৭ রান করেছেন, ২২টি সেঞ্চুরি ও ২৬টি হাফ সেঞ্চুরি করেছেন। লিস্ট এ-তে ৮৮ ম্যাচে, ঈশ্বরান ৩৮৪৭ রান করেছেন। ৯টি সেঞ্চুরি ও ২৩টি হাফ সেঞ্চুরি করেছেন। অভিমন্যু ঘরোয়া ক্রিকেটে ওপেনার হিসেবে ২০১৮-১৯ রঞ্জি মরসুমে বাংলার পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন। মাত্র ছয় ম্যাচেই ৮৬১ রান করেন তিনি।

দলে নেই ইশান কিষাণ, মহম্মদ শামিও
চোট-আঘাত সমস্যায় ভুগতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। এর আগে মহম্মদ শামি ও ইশান কিশানও ছিটকে গিয়েছেন। ফিট না হওয়ায় নিজের নাম প্রত্যাহার করে নেন শামি। ব্যক্তিগত কারণে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইশান কিষাণও।

Advertisement

Advertisement