India VS Afghanistan 1st T20I: 'রান করতে চেয়েছিলাম...' গিলের 'ভুলে' আউট হয়ে রেগে যাওয়া রোহিত কী বললেন ?

১৫৯ রান তাড়া করতে নেমে আফগানিস্তানের বিরুদ্ধে ০ রানেই আউট হন রোহিত শর্মা (Rohit Sharma)। রান আউট হয়ে রেগে গিয়েছিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন। কিন্তু ম্যাচ জিতে কিছুটা হলেও তৃপ্ত রোহিত। আউট হওয়ার পরে ওপেনিং পার্টনার শুভমন গিলের উপর রেগে যান তিনি। 

Advertisement
'রান করতে চেয়েছিলাম...' গিলের 'ভুলে' আউট হয়ে রেগে যাওয়া রোহিত কী বললেন ?রোহিত শর্মা, শুভমান গিল

১৫৯ রান তাড়া করতে নেমে আফগানিস্তানের বিরুদ্ধে ০ রানেই আউট হন রোহিত শর্মা (Rohit Sharma)। রান আউট হয়ে রেগে গিয়েছিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন। কিন্তু ম্যাচ জিতে কিছুটা হলেও তৃপ্ত রোহিত। আউট হওয়ার পরে ওপেনিং পার্টনার শুভমন গিলের উপর রেগে যান তিনি। 

ম্যাচের পর কী বললেন রোহিত?
ম্যাচের পর গিলের উপর কোনও রাগ নেই রোহিতের। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বলেন, 'খেলার মধ্যে এমনটা হয়েই থাকে। এমনটা ঘটলে হতাশ লাগে। রাগ হয়। আমি চেয়েছিলাম দলের জন্য রান করতে।' পাশাপাশি আউট হয়েও শুভমন গিল ভারতকে জয়ের রাস্তা দেখান সেটাই চেয়েছিলেন বলে জানালেন ক্যাপ্টেন রোহিত। তিনি বলেন, 'গিলকে চালিয়ে যেতে বলেছিলাম। ভাল ইনিংস খেলেছে ও।' রোহিত যখন আউট হন, ভারতীয় দল তখন খাতাই খোলেনি। সেখান থেকে দলকে আত্মবিশ্বাস জোগানোর কাজটা করে যান গিল। লাল বলের ক্রিকেটে ব্যর্থ হলেও টি২০ ক্রিকেটে নিজের ফর্ম ফিরে পাচ্ছেন এই ব্যাটার। ১২ বলে ২৩ রান করে আউট হলেও জেভাবে আফগান বোলারদের আক্রমণ করেন তিনি তাতে বাকি ব্যাটাররাও আত্মবিশ্বাস ফিরে পান। 

কীভাবে আউট হন রোহিত?
ফজলহক ফারুকির ফুল লেংথ বল মিড অফের দিকে ঠেলে সিঙ্গল নেওয়ার চেষ্টা করেন রোহিত। নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে থাকা গিলের নজর তখন ছিল বলের দিকে। রোহিতও তা দেখতে পারেননি। দৌড়েই যেতে থাকেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। অথচ নন স্ট্রাইকিং এন্ডেই দাঁড়িয়ে থাকেন গিল। একটা সময় রোহিত ও গিল দুইজনেই এক ক্রিজে এসে পড়েন। আউট হতে হয় ক্রিজ ছেড়ে বেড়িয়ে আসা রোহিতকে। মাত্র ২ বল খেলে ০ রানেই ফেরেন ভারতের ক্যাপ্টেন। গিল ক্রিজ ছেড়ে বেরিয়ে না আসায় রেগে যান রোহিত।

দারুণ ইনিংস শিভমের
টি২০ কেরিয়ারে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে ফেললেন শিবম দুবে। বল হাতে ২ ওভারে ১ উইকেট নেওয়ার পর। ব্যাট হাতেও ভারতীয় দলকে জয়ের রাস্তা দেখান দুবে। তাঁর ৪০ বলে ৬০ রানের ইনিংসে ছিল পাঁচটা চার ও দু'টো বিরাট ছক্কা। রিঙ্কু সিং-এর সঙ্গে উইকেটে টিকে থেকে ম্যাচ বের করে নিয়ে যান তিনি।          

Advertisement

POST A COMMENT
Advertisement