রাহুল দ্রাবিড় ম্যাচের আগেই জানিয়ে দিয়েছিলেন রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন যশস্বী জয়সওয়াল। তবে ম্যাচে দলে নেই তিনি। টসের সময় সেই কথা জানিয়ে দিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তবে কেন দলে নেই ভারতের ওপেনার?
কেন বাদ পড়লেন জয়সওয়াল?
ডান কুঁচকিতে চোটের কারণে বাদ পড়তে হল ভারতীয় দলের ওপেনারকে। বাঁ হাতি এই ওপেনার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে সেভাবে নজর কাড়তে পারেননি। মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে তাঁর কাছে দারুণ সুযোগ ছিল সেই হারানো ফর্ম ফিরে পাওয়ার। সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে থাকা এই তরুণ ওপেনার তবুও প্রথম ম্যাচে খেলতে পারলেন না। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের আশা, তিনি হয়ত বাকি দুই ম্যাচে ভারতীয় দলে ফেরত আসবেন।
দলে নেই সঞ্জু স্যামসনও
ভারতীয় দলে কেএল রাহুল না থাকায় দুই উইকেট কিপার ব্যাটার রয়েছেন। সেই তালিকায় যেমন আছেন সঞ্জু স্যামসন তেমনই রয়েছেন জিতেশ শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতেশ ভালো খেলেছেন। বলা ভালো জিতেশ কার্যকরী ভূমিকা নিয়েছেন। সেই কারণেই সঞ্জুর জায়গায় আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেও সুযোগ পেয়েছেন তিনি। জায়গা হয়নি কেরলের উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসনের।
দলে জায়গা হল কুলদীপ যাদবেরও। হয়ত প্রথম ম্যাচে তরুণ স্পিনারদের জায়গা করে দিতেই তাঁকে বাইরে বস্তে হল। ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোইকে সুযোগ দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ভারতীয় দলে কারা?
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, তিলক ভার্মা, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেট কিপার), রিংকু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, মুকেশ কুমার।
আফগানিস্তান দলে কারা?
রহমানুল্লাহ গুরবাজ (উইকেট কিপার) ইব্রাহিম জাদরান (ক্যাপ্টেন), রহমত শাহ, আজমতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, গুলবাদিন নায়েব, ফজলহক ফারুকী, নবীন-উল-হক, মুজিব উর রহমান।