scorecardresearch
 

India VS Afghanistan 2nd T20 Score Updates: নায়ক জয়সওয়াল-দুবে, আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ জিতল টিম ইন্ডিয়া

আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতীয় দলে ফেরত এলেন বিরাট কোহলি। রোহিত শর্মার পাশাপাশি এবার টি২০ ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন কিং-এর। মোহালির ম্যাচে ছিলেন না বিরাট। ইন্দোরে দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ পকেটে পুরে নিতে চায় ভারত। 

Advertisement
শিবম দুবে ও জয়সওয়াল শিবম দুবে ও জয়সওয়াল

আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ভারতীয় দলে ফেরত এলেন বিরাট কোহলি। রোহিত শর্মার পাশাপাশি এবার টি২০ ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন কিং-এর। মোহালির ম্যাচে ছিলেন না বিরাট। ইন্দোরে দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ পকেটে পুরে নিতে চায় ভারত। 

জিতে গেল ভারত

ছয় উইকেটে জিতে গেল ভারতীয় দল। ২৬ বল বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নিল ভারতীয় দল। 

প্রথম ম্যাচের মতোই দারুণ ইনিংস শিবমের

টি২০ সিরিজে দারুণ ছন্দে শিবমও। দ্বিতীয় ম্যাচেও করলেন হাফ সেঞ্চুরি। শুধু তাই নয়, জেভাবে তিনি খেললেন তাতে কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ৩২ বলে ৬৩ রান করে অপরাজিত থাকলেন তিনি।

দারুণ ব্যাটিং জয়সওয়ালের

শুরু থেকেই আক্রমণ করে গিয়েছেন জয়সওয়াল। মোহালিতে চোটের জন্য না খেললেও ইন্দোরে ফেরত এসে ৩৪ বলে ৬৮ রানের ইনিংস খেলে গেলেন তিনি। ভারতের ওপেনার মারলেন পাঁচটা চার ও ছটা ছক্কা। 

দ্বিতীয় উইকেট হারাল ভারত

১৬ বলে ২৯ রান করে আউট বিরাট। ৬২ রানে ২ উইকেট হারিয়ে ফেলল ভারত। 

আউট রোহিত

প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে ০ রানেই আউট টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। উইকেট ফারুকির।  

শেষ ওভারে পড়ল ৪ উইকেট

২ উইকেট নিলেন আরশদীপ। আর বাকি ২ উইকেট পড়ল রান আউটে। সিরিজ জিততে রোহিতদের দরকার ১৭৩ রান।

আউট নাজিমুল্লা

উইকেট পেয়ে গেলেন আরশদীপ। ১৩৪ রানে ৬ উইকেট হারাল আফগানিস্তান। 

৫ উইকেট হারিয়ে ফেলল আফগানিস্তান

আউট হলেন মহম্মদ নবী। ১৪ রান করে আউট হলেন আফগানদের অভিজ্ঞ ব্যাটার। ১০৪ রানে ৫ উইকেট হারাল তারা। উইকেট নিলেন বিষ্ণোই।

Advertisement

৫৭ রান করে আউট গুলবাদিন

বড় শট খেলতে গিয়ে মিসটাইম করে ফেললেন গুলবাদিন। ক্যাচ নিলেন রোহিত শর্মা। উইকেট অক্ষরের। ৯১ রানে ৪ উইকেট হারাল আফগানিস্তান। 

হাফ সেঞ্চুরি গুলবাদিনের

দারুণ খেলছেন গুলবাদিন। ৩ উইকেট হারালেও ৮১ রান আফগানিস্তানের। 

৩ উইকেট হারাল আফগানিস্তান

উইকেট নিলেন গত ম্যাচের নায়ক শিবম দুবে। নিচু হয়ে আসা বল বুঝতেই পারেননি আজমাতুল্লা। বোল্ড হলেন তিনি। ৬০ রানে ৩ উইকেট হারাল আফগানিস্তান। 

পাওয়ার প্লের আগেই দ্বিতীয় উইকেট হারাল আফগানরা

আসতেই উইকেট নিয়ে নিলেন অক্ষর প্যাটেল। ৬ ওভারে ৫৮ রানে ২ উইকেট হারিয়েছে আফগানিস্তান। 

২০ রানে প্রথম উইকেট হারাল আফগানিস্তান

বিষ্ণোই আসতেই উইকেট পেয়ে গেল ভারত। বড় শট খেলতে গিয়ে আউট গুরবাজ। ভাল শুরু করলেও বড় রান করতে পারলেন না তিনি। ২০ রানে ১ উইকেট হারাল আফগানরা।

প্রথম ওভারেই এল ১০ রান

আরশদীপের প্রথম ওভারে এল ১০ রান। ভাল ছন্দে গুরবাজরা। উইকেট হারায়নি আফগানিস্তান।

ভারতীয় দল- রোহিত শর্মা (ক্যাপ্টেন), ওয়াই জয়সওয়াল, বিরাট কোহলি, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, মুকেশ কুমার।

টসে জিতল ভারত

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ভারতীয় দল।

দলে ফিরলেন বিরাট

ভারতীয় দলে ফেরত এলেন বিরাট কোহলি ও যশস্বী জয়সওয়াল। বাদ পড়লেন তিলক ভর্মা ও শুভমন গিল।

Advertisement