India VS Afghanistan 2nd T20I: আফগানিস্তানের বিরুদ্ধে কার জায়গায় বিরাট, কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ ?

আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচেই সিরিজ জয় সুনিশ্চিত করতে চাইছে ভারতীয় দল। দীর্ঘদিন পর রোহিত শর্মা টি২০ ক্রিকেটে ফিরলেও রান করতে পারেননি। তবে ইন্দোরে দ্বিতীয় ম্যাচে ফিরছেন আরও এক তারকা বিরাট কোহলি। তাঁর দিকে নজর থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। তবে মোহালিতে প্রথম টি২০ ম্যাচে দারুণ খেলেছিল ভারতের মিডল অর্ডার। সেক্ষেত্রে বিরাট এলে কাকে বাদ প্রতে হবে সেটাই এখন বড় প্রশ্ন।

Advertisement
আফগানিস্তানের বিরুদ্ধে কার জায়গায় বিরাট, কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ ?বিরাট কোহলি এবং রোহিত শর্মা (@Getty Images)

আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচেই সিরিজ জয় সুনিশ্চিত করতে চাইছে ভারতীয় দল। দীর্ঘদিন পর রোহিত শর্মা টি২০ ক্রিকেটে ফিরলেও রান করতে পারেননি। তবে ইন্দোরে দ্বিতীয় ম্যাচে ফিরছেন আরও এক তারকা বিরাট কোহলি। তাঁর দিকে নজর থাকবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। তবে মোহালিতে প্রথম টি২০ ম্যাচে দারুণ খেলেছিল ভারতের মিডল অর্ডার। সেক্ষেত্রে বিরাট এলে কাকে বাদ প্রতে হবে সেটাই এখন বড় প্রশ্ন।

কেন প্রথম ম্যাচে ছিলেন না বিরাট?
মোহালিতে সিরিজের প্রথম ম্যাচে খেলেননি বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন তিনি। মনে করা হচ্ছে, মেয়ে ভামিকার জন্মদিন পালন করতেই তিনি ছুটি নিয়েছিলেন। যদিও তিনি এই ব্যাপারে মুখ খোলেননি। তবে ভক্তদের আশা, ইন্দোরের ম্যাচে বিরাটের ব্যাট থেকে বড় রান আসবে। রোহিত প্রথম ম্যাচে রান আউট হয়ে গিয়েছিলেন তাই মোহালি বঞ্চিত থেকেছে ক্যাপ্টেনের ব্যাটিং দেখার থেকে। তবে ইন্দোরে রোহিত-বিরাট দুই জনেই একসঙ্গে খেলবেন। ফলে দারুণ একটা ম্যাচের আশায় ভারতীয় ফ্যানরা।

কে বাদ পড়বেন?
তিলক ভর্মার জায়গায় ব্যাট করতে নামেন বিরাট কোহলি। তাই বিরাট ফিরে এলে তিলককে বাদ পড়তে হবে। প্রথম ম্যাচে ভাল খেললেও তাঁকে ডাগ আউটেই বসতে হবে। অন্যদিকে ফিট হলে, দলে জায়গা পেতে পারেন যশস্বী জয়সওয়াল। তিনি সেক্ষেত্রে ওপেন করবেন রোহিতের সঙ্গে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের পূর্বাভাসিত একাদশ বনাম আফগানিস্তান:
রোহিত শর্মা (সি), যশস্বী জয়সওয়াল/শুবমান গিল, বিরাট কোহলি, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রিংকু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, মুকেশ কুমার।

POST A COMMENT
Advertisement