India VS Afghanistan 3rd T20I: রবি বিষ্নোইয়ের কামাল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে আফগানিস্তানকে হারাল ভারত

ভারতীয় দল এবং আফগানিস্তানের মধ্যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে। যার তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচ আজ অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গালুরুতে। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ভারতীয় দল ৪ উইকেটে ২১২ রান করে। আফগান দলকে জিততে ২১৩ রান করতে হবে। তবে তারাও ২১২ রান করে। ফলে ম্যাচ টাই হয়।

Advertisement
রবি বিষ্নোইয়ের কামাল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে আফগানিস্তানকে হারাল ভারতরোহিত শর্মা
হাইলাইটস
  • ২২ রানে ৪ উইকেট হারায় ভারত
  • আফগানিস্তানের বিরুদ্ধে শুরু থেকেই সমস্যায় টিম ইন্ডিয়া

আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে বিপাকে ভারতীয় দল। বেঙ্গালুরুর মাঠে সাধারণ ভাবে ভালই রান ওঠে। সেখানেই মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং লাইনআপ।

  • দ্বিতীয় উইকেটও তুলে নিলেন রবি বিষ্নোই। হাড্ডাহাড্ডি লড়াইয়ে আফগানিস্তানকে হারাল ভারত। 
  • ব্যাট করতে এলেন জানাত। দ্বিতীয় বলে এল ১ রান। 
  • প্রথম বলেই উইকেট হারাল আফগানিস্তান। আউট নবী। উইকেট নিলেন বিষ্নোই।  
  • ভারতীয় দলের বল করতে আসছেন বিষ্নোই। ফেস করছেন নবী। 
  • পঞ্চম বলে রান আউট রোহিত। আফগানিস্তানের সামনে ১২ রানের টার্গেট। 
  • চতুর্থ বলে আউট রিঙ্কু, ১১ রানে ১ উইকেট হারাল ভারত। 
  • তিন বলে এল ১১ রান। স্ট্রাইকে রিঙ্কু সিং। 
  • দুই বলে ১০ রান করে ফেলল ভারত। ছক্কার পর চার রোহিতের। 
  • প্রথম বলেই ছক্কা মারলেন রোহিত শর্মা। 
  • দ্বিতীয় সুপার ওভারে শুরুতে ব্যাট করবে ভারতীয় দল। দ্বিতীয় সুপার ওভারে বল করতে পারবেন না ওমরজাই ও মুকেশ কুমার। 
  • প্রথম সুপার ওভারেও টাই। দুই দলই ১৬ রান করায় আবারও সুপার ওভারে খেলার নিস্পত্তি হবে। 
  • ভারতীয় দল এবং আফগানিস্তানের মধ্যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে। যার তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচ আজ অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গালুরুতে। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ভারতীয় দল ৪ উইকেটে ২১২ রান করে। আফগান দলকে জিততে ২১৩ রান করতে হবে।
  • পরপর ছক্কা হাঁকাচ্ছেন রোহিত শর্মা। ৬৮ বলে ১২০ রান হিটম্যানের 
  • হাফ সেঞ্চুরি করলেন রিঙ্কু সিংও। 
  • মাত্র ৬৪ বলে সেঞ্চুরি রোহিতের, বড় রানের দিকে এগোচ্ছে ইন্ডিয়া
  • ৬৩ বলে ৯৯ রান রোহিতের। 
  • রিঙ্কু সিং খেলছেন ৪৫ রানে। মাত্র ৩৫ বলে এই রান করেন তিনি। 
  • মাত্র ৬১ বলে ৮৯ রান রোহিত শর্মার। প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন রোহিত। 
  • ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারত। বড় রানের পথে টিম ইন্ডিয়া। 
  • অসাধারণ ব্যাটিং রোহিত শর্মার। ৮৯ রানে খেলছেন তিনি। সঙ্গ দিচ্ছেল রিঙ্কু সিং। 

প্রথম বল খেলতে নেমেই ০ রান করে ফিরতে হল বিরাট কোহলিকে। ফরিদ আহমেদের বলে আফগান ক্যাপ্টেন ইব্রাহিম জারদানের হাতে ক্যাচ দিয়ে প্রথম বলেই ফেরেন কিং কোহলি। আইপিএল-এ বেঙ্গালুরুর মাঠ তাঁর ঘরের মাঠ। সেখানে ব্যর্থ হলেন তিনি। টি২০ বিশ্বকাপ আগে এটাই ভারতের শেষ ম্যাচ সেখানে ভারতীয় দলের ব্যাটাররা রান করতে না পারা বেশ চিন্তায় রাখবে সমর্থকদের। যসশ্বী জয়সওয়াল চার রান করে আউট হন। গত দুই ম্যাচে ভাল ব্যাট করা শিবম দূবেও এদিন ব্যর্থ। ছয় বল খেলে মাত্র ১ রান করে আউট হন।

ওমরজাইয়ের বলে কিপার রাহামহমানুল্লা গুরবাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন শিবম। দারুণ ক্যাচ ধরেন আফগানিস্তান কিপার। সুযোগ পেলেও গোল্ডেন ডাকেই আউট হন উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন। ভারতীয় দলের একমাত্র আশা ক্যাপ্টেন রোহিত শর্মা ও রিঙ্কু সিং-এর ব্যাট। গত দুই ম্যাচে ব্যর্থ হলেও রোহিত এবারে দারুণ ছন্দে। সেভাবে মেরে খেলতে না পারলেও স্ট্রাইক রোটেট করে গিয়েছেন রোহিত। একটা সময় ২২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ধুঁকছিল ভারতীয় দল। একাই তিন উইকেট নিয়ে ভারতের ব্যাটিং-এর মেরুদন্ড ভেঙে দিয়েছেন ফরিদ আহমেদ। এদিনের ম্যাচে ফেরানো হয়েছে কুলদীপ যাদবকে।

সঞ্জু, আভেশ ও কুলদীপ সুযোগ পেয়েছেন

প্লেয়িং 11-এ তিনটি পরিবর্তন করেছেন রোহিত। অক্ষর প্যাটেল, আরশদীপ সিম্প এবং জিতেশ শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, এবং সঞ্জু স্যামসন, আভেশ খান এবং কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া হয়েছিল। আফগান দলেও এসেছে ৪টি পরিবর্তন। বাদ পড়েছেন ফজলহক ফারুকী, নূর আহমেদ, নবীন উল হক ও মুজিব উর রহমান। তাদের

তাদের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে শরফুদ্দিন আশরাফ, কায়েস আহমেদ, মোহাম্মদ সেলিম সাফি ও ফরিদ আহমেদ মালিককে।

Advertisement

POST A COMMENT
Advertisement