scorecardresearch
 

India vs Australia1st Test: শামির আদৌ অস্ট্রেলিয়া যাওয়া হবে? বড় আপডেট দিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ

হাতে আর মাত্র একটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia Test) টেস্ট সিরিজ। এই সিরিজের আগে কথার লড়াই শুরু করে দিয়েছে দুই পক্ষই। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে এ ব্যাপারে মুখ খুলেছেন ভারতের (Team India) বোলিং কোচ মর্নি মর্কেলও (Morne Morkel)। তাঁর দাবি, ভারতীয় দল অস্ট্রেলিয়াকে (Australia) নাস্তানাবুদ করে ছাড়বে। পাশাপাশি মুখ খুলেছেন মহম্মদ শামি (Mohammed Shami) ও শুভমন গিলকে (Shubman Gill) নিয়েও। 

Advertisement
Mohammed Shami Mohammed Shami

হাতে আর মাত্র একটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia Test) টেস্ট সিরিজ। এই সিরিজের আগে কথার লড়াই শুরু করে দিয়েছে দুই পক্ষই। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে এ ব্যাপারে মুখ খুলেছেন ভারতের (Team India) বোলিং কোচ মর্নি মর্কেলও (Morne Morkel)। তাঁর দাবি, ভারতীয় দল অস্ট্রেলিয়াকে (Australia) নাস্তানাবুদ করে ছাড়বে। পাশাপাশি মুখ খুলেছেন মহম্মদ শামি (Mohammed Shami) ও শুভমন গিলকে (Shubman Gill) নিয়েও। 

কবে ফিরবেন শামি?
মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) দারুণ পারফর্ম করা মহম্মদ শামি কবে ভারতীয় দলে সুযোগ পাবেন? তা নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছে। তাঁর ছোটবেলার কোচ সহ অনেকেই মনে করছেন এখনই তাঁকে জাতীয় দলে জায়গা দেওয়া হোক। তবে ভারতের টিম ম্যানেজমেন্ট এখনই সিদ্ধান্ত নিতে নারাজ। তাঁদের দাবি, আরও কিছুটা সময় দিতে হবে শামিকে। মর্কেল বলেন, ' আমরা শামির ওপর কড়া নজর রাখছি, ওর শরীরের কী অবস্থা সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা তার ক্ষেত্রে ধৈর্য ধরছি। মনে রাখবেন শামিকে শনিবার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলতে দেখা যাবে।' 

চোট পাওয়ায় প্রথম টেস্ট থেকে কী ছিটকেই গেলেন গিল? 

আরও পড়ুন

চোট পাওয়ায় গিল যে প্রথম ম্যাচে অনিশ্চিত তা অনেকেই ধরে নিয়েছেন। তবে টিম ম্যানেজমেন্ট এখনই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে রাজি নয়। হাতে আরও একটা দিন রয়েছে। বৃহস্পতিবার দেখেই  হয়ত এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন গৌতম গম্ভীররা। মরনে মরকেল জানান, 'দিন দিন ও সুস্থ হচ্ছে। পারথ টেস্টের সকালে আমরা সিদ্ধান্ত নেব।' অর্থাৎ মর্কেলের বক্তব্য থেকে স্পষ্ট যে ভারতীয় দল এখনও গিলের খেলা নিয়ে আশাবাদী। 

অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সও য়াল, অভিমন্যু ইশ্বর ন, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক)।, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর। 

Advertisement

প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, জশ হ্যাজেলউড, ট্র্যান্ডিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক। 

ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর (নভেম্বর ২০২৪ জানুয়ারী ২০২৫) 

২২-২৬ নভেম্বর: ১ম টেস্ট, পারথ 
৬-১০ ডিসেম্বর: ২য় টেস্ট, অ্যাডিলেড 
১৪-১৮ ডিসেম্বর: ৩য় টেস্ট, ব্রিসবেন 
২৬-৩০ ডিসেম্বর: চতুর্থ টেস্ট, মেলবোর্ন 
০৩-০৭ জানুয়ারি: পঞ্চম টেস্ট, সিডনি      

Advertisement