scorecardresearch
 

India vs Australia: বল বিকৃতি-বিতর্কে জাডেজা, ম্যাচ রেফারির কাছে ভিডিও জমা টিম ইন্ডিয়ার

ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) টেস্ট সিরিজ শুরু হয়ে গিয়েছে। আর সেই সিরিজে বিতর্ক থাকবে না তা কী করে সম্ভব? প্রথম দিনের পরেই রবীন্দ্র জাদেজার (Ravibdra Jadeja) বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ করেছিল অজি মিডিয়া। বল করার সময়, আঙুলে মলম নিয়ে কী করছিলেন ভারতের স্পিনার? তা নিয়ে চর্চা চলছে। যদিও অস্ট্রেলিয়া দল ম্যাচ রেফারির কাছে কোনও অভিযোগ দায়ের করেনি বলেই জানা গিয়েছে।  

Advertisement
রবীন্দ্র জাদেজা ও রোহিত শর্মা রবীন্দ্র জাদেজা ও রোহিত শর্মা
হাইলাইটস
  • প্রথম টেস্টে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া
  • সেই ম্যাচে বল বিকৃতি বিতর্ক

ভারত-অস্ট্রেলিয়ার (India vs Australia) টেস্ট সিরিজ শুরু হয়ে গিয়েছে। আর সেই সিরিজে বিতর্ক থাকবে না তা কী করে সম্ভব? প্রথম দিনের পরেই রবীন্দ্র জাদেজার (Ravibdra Jadeja) বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ করেছিল অজি মিডিয়া। বল করার সময়, আঙুলে মলম নিয়ে কী করছিলেন ভারতের স্পিনার? তা নিয়ে চর্চা চলছে। যদিও অস্ট্রেলিয়া দল ম্যাচ রেফারির কাছে কোনও অভিযোগ দায়ের করেনি বলেই জানা গিয়েছে।  

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের কাছে ভিডিও জমা দিয়েছে ভারতোয় দল। তিনি নিজেই হয়ত গোটা বিষয়টা জানতে চেয়েছিলেন। টেস্টের প্রথম দিনেই পাঁচ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে নাকানি চোবানি খাইয়েছিলেন জাদেজা। চোট সারিয়ে পাঁচ মাস পর মাঠে ফিরলেও দারুণ ছন্দে ছিলেন ভারতের এই অলরাউন্ডার। 

আরও পড়ুন: টেস্টে চাপে পড়তেই জাডেজার বিরুদ্ধে বল-বিকৃতির অভিযোগ অজিদের, Video

এখন প্রথম দিনের খেলা নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, জাদেজা বল ছুড়ে দেওয়ার আগে সতীর্থ খেলোয়াড় মহম্মদ সিরাজের (Mohammed Siraj) কাছে যান এবং তাঁর কাছ থেকে কিছু নিয়ে আঙুলে রাখেন। অস্ট্রেলিয়ান মিডিয়া Foxsports.com এই ভিডিও শেয়ার করেছে। 

আরও পড়ুন: ৪৫০ উইকেট নিয়ে রেকর্ড অশ্বিনের, পেছনে ফেললেন কুম্বলেকে

জাদেজা তাঁর আঙুলে কী রেখেছিলেন তা এখনও স্পষ্ট নয়। কিন্তু ফুটেজ দেখে বোঝা যাচ্ছে জাদেজা হয়তো আঙুলে চোট লেগেছিল তাঁর। সেই জন্য় মলম লাগিয়েছেন। তবে নিজেদের দাবিতে অনড় মাইকেল ভন এবং টিম পেইনরা। তাঁরা যদিও ঘুরিয়ে বল বিকৃতির অভিযোগই করেছেন। অস্ট্রেলিয়ান মিডিয়াও জাদেজার সাফল্য পছন্দ করছে না। তারা সকলেই একসঙ্গে ভারতীয় ক্রিকেটারকে বল টেম্পারিংয়ের জন্য অভিযুক্ত করার চেষ্টা করেছে। 

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।

Advertisement


অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুসচেন, স্টিভ স্মিথ, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ন, টড মারফি, স্কট বোল্যান্ড

Advertisement