scorecardresearch
 

India vs Australia 2nd ODI Live Streaming: দ্বিতীয় একদিনের ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, কখন-কীভাবে দেখবেন ম্যাচ?

রবিবারই সিরিজ জয় সুনিশ্চিত করে ফেলতে চাইছে ভারতীয় দল (Team India)। টেস্ট সিরিজ জেতার পর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia Live Streaming Details) প্রথম একদিনের ম্যাচেও সহজেই জয় হাসিল করেছে ভারতীয় দল। রবিবার বিশাখাপত্তনমে দ্বিতীয় একদিনের ম্যাচে ফিরছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম একদিনের ম্যাচে দারুণ হাফ সেঞ্চুরি করে ভারতীয় দলকে পাঁচ উইকেটে জিতিয়েছিলেন কেএল রাহুল। তাই তাঁর দিকেও নজর থাকবে এই ম্যাচে।

Advertisement
টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া
হাইলাইটস
  • রবিবার দ্বিতীয় একদিনের ম্যাচে নামছে ভারত-অস্ট্রেলিয়া
  • কীভাবে দেখবেন ম্যাচ

রবিবারই সিরিজ জয় সুনিশ্চিত করে ফেলতে চাইছে ভারতীয় দল (Team India)। টেস্ট সিরিজ জেতার পর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia Live Streaming Details) প্রথম একদিনের ম্যাচেও সহজেই জয় হাসিল করেছে ভারতীয় দল। রবিবার বিশাখাপত্তনমে দ্বিতীয় একদিনের ম্যাচে ফিরছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথম একদিনের ম্যাচে দারুণ হাফ সেঞ্চুরি করে ভারতীয় দলকে পাঁচ উইকেটে জিতিয়েছিলেন কেএল রাহুল। তাই তাঁর দিকেও নজর থাকবে এই ম্যাচে।

কখন-কীভাবে দেখবেন ম্যাচ?
দারুণ ইনিংস খেলেছেন রবীন্দ্র জাদেজাও। ১০ ওভার বাকি থাকতেই পাঁচ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। তাই চেন্নাইয়ের চিপকে শেষ একদিনের ম্যাচের আগেই সিরিজ জিততে চাইছে ভারত। দুপুর ২:৩০ মিনিটে শুরু হবে দিন-রাতের এই ম্যাচ। কভারেজ শুরু হবে দুপুর দেড়টায়। স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচ। মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখতে হলে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন নিতে হবে।

শুক্রবারের ম্যাচে ভারতের জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন পেস বোলাররা। মোহম্মদ শামি ও মোহম্মদ সিরাজ তিনটি করে উইকেট তুলে মাত্র ১৮৮ রানেই অজিদের বেধে রাখেন। ১৫ ওভার বাকি থাকতেই শেষ হয়ে যায় অজিদের ইনিংস। মিশেল মার্শ ছাড়া কেউই বড় রান করতে পারেননি।

রবিবার বিশাখাপত্তনমে এই ম্যাচ জিততে মরিয়া ভারতীয় দল। সিরিজে ফিরে আসতে চাইবে অস্ট্রেলিয়াও। ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারতে হয়েছিল তাদের। এবার ওয়ানডে সিরিজও হারতে হলে লজ্জায় পড়বে অজিরা। তাই যে কোনও ভাবেই হোক সিরিজে  সমতা ফেরাতে চাইছে তারা। এখন দেখার কীভাবে এই সিরিজে ফিরতে পারে তারা। 

দারুণ ছন্দে ভারতীয় দল। 

Advertisement