scorecardresearch
 

India VS Australia 2nd ODI: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জেতার লক্ষ্যে টিম ইন্ডিয়া, কেমন হতে পারে দুই দল?

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ জয় নিশ্চিত করতে মাঠে নামছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জিতে যাওয়ায় দলে কিছু পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথম দুই একদিনের ম্যাচে না থাকলেও তৃতীয় ম্যাচে ফেরত আসবেন রোহিত শর্মা বিরাট কোহলিরা। ফলে বাকিদের সুযোগ হবে না। তাই এই ম্যাচে দলে বদল আসতে পারে।

Advertisement
ভারতীয় দল ভারতীয় দল

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ জয় নিশ্চিত করতে মাঠে নামছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জিতে যাওয়ায় দলে কিছু পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথম দুই একদিনের ম্যাচে না থাকলেও তৃতীয় ম্যাচে ফেরত আসবেন রোহিত শর্মা বিরাট কোহলিরা। ফলে বাকিদের সুযোগ হবে না। তাই এই ম্যাচে দলে বদল আসতে পারে।
 

সুযোগ নাও পেতে পারেন আইয়ার
ব্যাট হাতে ব্যর্থ, ফিল্ডিং মিস। প্রথম একদিনের ম্যাচেস এমনই ছিল শ্রেয়াসের পারফরম্যান্স। ফলে তাঁকে দল থেকে বাদ দেওয়া হতে পারে। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নেবে কিনা সেটাই দেখার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে মাত্র আট বল খেলে রান আউট হয়েছিলেন। শ্রেয়াস এই ম্যাচে রান করার চেষ্টা করবেন যাতে বিশ্বকাপের আগে তার মনোবল বাড়ে।


অন্যদিকে, অফ স্পিনার আর. অশ্বিন ফিরে এসে কম রান দিলেও, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারেননি। তিনি ফ্ল্যাট উইকেটে টার্ন পাননি এবং তাঁর সোজা বলগুলি ব্যাটসম্যানরা সহজেই খেলে যেতে থাকেন। অক্ষর প্যাটেল সঠিক সময়ে ফিট না হলে, এই তারকা স্পিনার এখনও ভারতের বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেন। তবে টিম ম্যানেজমেন্ট তাঁর কাছ থেকে আরও ভাল পারফরম্যান্স আশা করবে।

 
অফ-স্পিনার ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ পান কি না সেটাই দেখার, প্লেয়িং ইলেভেনে জায়গা পেলে অশ্বিনকে বসতে হতে পারে। ফাস্ট বোলার শার্দুল ঠাকুরও পারফরম্যান্সে উন্নতি করার চেষ্টা করবেন। প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৭৮ রান দেন তিনি। মহম্মদ সিরাজও প্লেয়িং-১১ ইলেভেনে ফিরতে পারেন, জাসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে।

অস্ট্রেলিয়ার কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও প্রথম ওয়ানডে খেলতে পারেননি। এর মধ্যে রয়েছেন মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল এবং জশ হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স মোহালিতে ম্যাচের পরে বলেছিলেন যে এই তিনজন খেলোয়াড় ২৭ সেপ্টেম্বর রাজকোটে অনুষ্ঠিত হতে চলা তৃতীয়  ম্যাচের আগে খেলতে প্রস্তুত হতে পারেন।

Advertisement

ভারতের সম্ভাব্য প্লেয়িং-১১: শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, ইশান কিশান, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক/উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ। 
অস্ট্রেলিয়ার সম্ভাব্য প্লেয়িং-১১: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক),মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজলউড, অ্যাডাম জাম্পা। 
 

Advertisement