অক্ষর এবং অশ্বিনের মধ্যে ১১৪ রানের জুটি ভারতকে প্রতিযোগিতায় ফিরিয়ে আনে। এখন ভারতীয় বোলারদের দায়িত্ব অস্ট্রেলিয়াকে কম স্কোরে আটকে রাখা। তৃতীয় দিনের শুরুতেই দারুণ একের পর এক উইকেট হারায় অস্ট্রেলিয়া।
দ্বিতীয় টেস্টে জয় ভারতের
ছয় উইকেটে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
১০০ পেরিয়ে গেল ভারত
দারুণ ইনিংস খেলছেন চেতেশ্বর পূজারা। ১০০ পেরিয়ে গেল ভারতীয় দল। আর দরকার ১৬ রান।
আউট শ্রেয়াস
দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ শ্রেয়াস আইয়ার। ১২রান করে আউট তিনি।
২৭ রান দরকার ভারতের
দ্বিতীয় টেস্ট জিততে ২৭ রান করতে হবে ভারতীয় দলকে।
আউট বিরাট
মরফির বলে স্ট্যাম্প আউট হলেন বিরাট। আবারও সেট হয়ে আউট হলেন ভারতের তারকা ব্যাটার। ২০ রান করে ফিরলেন বিরাট। ৬৯ রানে ৩ উইকেট হারাল ভারত। এখনও ৪৬ রান দরকার টিম ইন্ডিয়ার।
৫০ করে ফেলল ভারত
২ উইকেট হারালেও ৫০ পেরল ভারত। ৫৬ রান করে ফেলেছে টিম ইন্ডিয়া। ৫৯ রান দরকার রোহিতদের। উইকেটে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা।
রান আউট হলেন ভারত অধিনায়ক
হঠাৎ ছন্দপতন। রান আউট হয়ে ফিরলেন রোহিত শর্মা। ৩৯ রানে ২ উইকেট হারাল টিম ইন্ডিয়া। এখনও ৭৬ রান করতে হবে ভারতীয় দলকে। অস্ট্রেলিয়ার দরকার আট উইকেট।
ইনিংসের শুরুতেই উইকেট হারাল ভারত
আউট হলেন কেএল রাহুল। ৩ বল খেলে ১ রান করে আউট তিনি। আবারও ব্যর্থ হলেন ভারতের ওপেনার।
ইনিংস শেষ অস্ট্রেলিয়ার
সাত উইকেট জাদেজার। ১১৩ রানেই শেষ অস্ট্রেলিয়া। জিততে গেলে ১১৫ রান করতে হবে ভারতীয় দলকে।
৯ উইকেট হারাল অস্ট্রেলিয়া
আর মাত্র একটা উইকেট দরকার ভারতের। আট রান করে আউট হলেন নাথান লায়ন।
আবার উইকেট জাদেজার
আট উইকেট হারিয়ে ফেলল অস্ট্রেলিয়া। দুই উইকেট দরকার ভারতের। অ্যালেক্স কেরি আউট হয়ে ফিরলেন।
১০০ পেরল অস্ট্রেলিয়া
সাত উইকেট হারিয়ে ১০০ পেরিয়ে গেল অস্ট্রেলিয়া। তাদের স্কোর ১০৭ রানে ৭।
৭ উইকেট হারাল অস্ট্রেলিয়া
৯৬ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। তিন উইকেট হাতে। ইনিংসে হার ঠেকাতে বিরাট লড়াই করতে হবে অস্ট্রেলিয়াকে। সপ্তম ধাক্কাটা পেল অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন প্যাট কামিন্স। কামিন্স করেন ০ রান। অস্ট্রেলিয়ার স্কোর ৯৬ রান এবং তার সাত উইকেট পড়ে গেছে। ক্রিজে আছেন অ্যালেক্স ক্যারি ও নাথান লিয়ন। অশ্বিন নিয়েছেন তিনটি এবং জাদেজা নিয়েছেন চারটি উইকেট। অস্ট্রেলিয়ার লিড ৯৭ রান।
৬ উকেট হারাল অস্ট্রেলিয়া
আগুন ঝরাচ্ছেন ভারতের স্পিনাররা। ৬ উইকেট হারিয়ে ফেলল অস্ট্রেলিয়া।
তৃতীয় দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গেল অস্ট্রেলিয়া
একের পর এক উইকেট হারিয়ে বিরাট চাপে অস্ট্রেলিয়া। এদিনের শুরুতেই আউট হলেন স্টিভ স্মিথ।