India VS Australia 3rd ODI: মাঠের মাঝে চেয়ারে বসলেন স্মিথ, সময় নষ্টের কৌশল?

রাজকোটে শেষ একদিনের ম্যাচ খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচ খেলতে গিয়ে গরমে কাহিল স্টিভ স্মিথরা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। শুরুটা ভালো করলেও গরমের কারণে সমস্যায় পড়ছেন তাঁরা। একটা সময় স্টিভ স্মিথকে দেখা যায় চেয়ার নিয়ে মাঠের মধ্যে বসে পড়তে।

Advertisement
মাঠের মাঝে চেয়ারে বসলেন স্মিথ, সময় নষ্টের কৌশল?মাঠের মধ্যে চেয়ার নিয়ে স্মিথ

রাজকোটে শেষ একদিনের ম্যাচ খেলছে ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচ খেলতে গিয়ে গরমে কাহিল স্টিভ স্মিথরা। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। শুরুটা ভালো করলেও গরমের কারণে সমস্যায় পড়ছেন তাঁরা। একটা সময় স্টিভ স্মিথকে দেখা যায় চেয়ার নিয়ে মাঠের মধ্যে বসে পড়তে।


দারুণ শুরু করে অস্ট্রেলয়া। ওয়ার্নার ও মার্শ ওপেনিং জুটিতে ৪৯ বলে ৭৮ রানের জুটি গড়েন। ওয়ার্নার ৩৪ বলে ৫৬ রান করে আউট হওয়ার পর নামেন স্মিথ। মার্শ তার আগে থেকেই ব্যাট করছিলেন। কিছুটা সময় পরে দেখা যায়, হাফাচ্ছেন তাঁরা। মার্শ বা স্মিথ কেউই সেভাবে দৌড়তে পারছিলেন না। প্রত্যেক ওভারের শেষে ডাগ আউট থেকে পাঁচ সাপোর্ট স্টাফ এসে শুশ্রূষা করছিলেন দুই ব্যাটারের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় ধারাভাষ্যকারদেরও। শেষে দ্রুত সেঞ্চুরি করতে গিয়ে আউট হন মার্শ। এরপরেই দেখা যায় এই দৃশ্য।


মার্শ আউট হওয়ার পর খেলতে নামা লাবুশেনের সঙ্গে এই সময় কথাও বলেন বিরাট কোহলি। সেই সময় চেয়ারে বসে ছিলেন স্মিথ। শুরু থেকেই মারমুখি মেজাজে থাকা দুই ব্যাটার ক্লান্ত হয়ে পড়েন। এরপর আউট হন স্মিথও। 


সেঞ্চুরি করতে পারেননি কেউই। তবে এই সমস্যা বিশ্বকাপের আগে বেশ চিন্তার কারণ হতে পারে অজিদের জন্য। বিশ্বকাপে ৮ অক্টোবোর খেলতে হবে চেন্নাইতে। সেখানে গরম তো আরও অনেক বেশি। আসলে অস্ট্রেলিয়াতেও যে এমন গরম পড়ে না তা নয়। তবে তার ধরন ভিন্ন। ভারতে গরমের পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই বেশি। সেখানে অস্ট্রেলিয়ায় তাপমাত্রা একই রকম। তবে তা শুকনো। এখানে আর্দ্রতা অনেক বেশি যার ফলে বড্ড বেশি ঘাম হচ্ছে। শরীর থেকে নুন বেরিয়ে যাওয়ায় কষ্ট বাড়ছে। এর ফলে সমস্যা হতে পারে আরও বেশি। বিশ্বকাপের আগে চোট লেগে যেতে পারে। শুরু থেকে ফিল্ডিং করলেও সমস্যা হয়নি ভারতীয় ক্রিকেটারদের। বিশেষ করে ফাস্ট বোলারদেরও সমস্যায় পড়তে হয়নি।          

Advertisement

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ।

POST A COMMENT
Advertisement