India vs Australia 3rd Test Updates: প্রথম দিনের খেলা শেষ; ৪ উইকেটে ১৫৬ রান অস্ট্রেলিয়ার

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। দলে দুটি পরিবর্তন করেছে ভারতীয় দল। দলে এসেছেন শুভমন গিল। বিশ্রাম পেয়েছেন মহম্মদ শামিও। তাঁর জায়গায় দলে উমেশ যাদব।

Advertisement
 প্রথম দিনের খেলা শেষ; ৪ উইকেটে ১৫৬ রান অস্ট্রেলিয়ার একের পর এক উইকেট হারাচ্ছে ভারত
হাইলাইটস
  • তৃতীয় টেস্টে খেলতে নামছে ভারতীয় দল
  • দলে নেই রাহুল

Ibdia vs Australia 3rd Test Live Updates: ইন্দোরে তৃতীয় টেস্ট ম্যাচে জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেবে ভারতীয় দল। পাশপাশি ঘরের মাঠে সিরিজও দখল করবে তারা। সেই লক্ষ্যেই বুধবার খেলতে নামছে ভারত।

অবশেষে উইকেট পেল ভারত

জাদেজার বলে আউট হলেন লাবুশেন। নীচু হয়ে আসা বলে আউট হলেন অজি ব্যাটার। ৩১ রান করে আউট তিনি।

আউট হেড

ট্রেভিস হেডকে আউট করলেন রবীন্দ্র জাদেজা। প্রথমে আম্পায়ার আউট না দিলেও ডিআরএস নিয়ে উইকেট তুলে নেন জাদেজা। ১২ রানেই প্রথম উইকেট হারাল ভারত। ৯ রান করে আউট হেড। 

শুরু অস্ট্রেলিয়ার ইনিংস

শুরু থেকেই স্পিনার নিয়ে এসেছে ভারতীয় দল। প্রথম ওভার বল করেন রবিচন্দ্রন অশ্বিন। 

১০৯ রানে সব উইকেট হারাল ভারত

একের পর এক উইকেট হারিয়ে কোনওমতে ১০০ পেরোয় টিম ইন্ডিয়া। তবে ১০৯ রানেই শেষ হ্যরে যায় ভারতের ইনিংস। একাই ৫ উইকেট নিলেন কুনহানেম্যান। তিন উইকেট নাথান লায়নের। ১টি উইকেট পেয়েছেন টড মর্ফি। 

আউট হলেন বিরাট

৭০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। মরফির বলে আউট ভারতের প্রাক্তন অধিনায়ক। ২২ রান করে ফিরলেন তিনি।

ব্যর্থ শ্রেয়াস আইয়ারও

আবারও উইকেট নিলেন কুনম্যান। ০ রানেই ফিরতে হল শ্রেয়াস আইয়ারকে। মাত্র ২ বল খেলেই আউট তিনি।  

লায়নের দুই উইকেট

চার উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। মাঝেমধ্যে বল নিচু হয়ে আসায় সমস্যায় পড়তে হচ্ছে টিম ইন্ডিয়ার ব্যাটারদের। আগের বলে রিভিউ নিয়ে আউট থেকে বাঁচলেও, পরের বলে কুনম্যানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রবীন্দ্র জাদেজা।  

তিন উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল

এবার আউট হলেন পূজারাও। মাত্র ১ রান করেই নাথান লায়নের বলে বোল্ড ভারতের তারকা ব্যাটার। 

আউট হলেন গিলও

রোহিতের উইকেট হারানোর পর আরও এক ওপেনারের উইকেট হারাল ভারতীয় দল। আউট হয়ে ফিরলেন গিল। অফ স্টাম্পের বাইরে বলে খোঁচা মেরে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন গিল। ১৮ বলে ২১ রান করে আউট হন তিনি। 

Advertisement

আউট হলেন রোহিত

স্পিনার আসতেই বাজিমাত অস্ট্রেলিয়া দলের। ষষ্ঠ ওভারেই আউট হলেন ভারত অধিনায়ক রোহিত। স্ট্যাম্প আউট হলেন রোহিত। ১২ রান করে প্যাভেলিয়ানে ফিরলেন ভারতের ওপেনার।

দলে নেই কেএল রাহুল

লাগাতার খারাপ ফর্মের জেরে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন রাহুল। তাঁর জায়গায় দলে এসেছেন আরেক ওপেনার শুভমন গিল। বোলিং বিভাগেও পরিবর্তন করেছে টিম ইন্ডিয়া। বাদ গিয়েছেন মহম্মদ শামি। তাঁর জায়গায় দলে উমেশ যাদব। 

 

ভারতের দল: শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, এস. ভারত, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ

অস্ট্রেলিয়ার দল: ট্র্যাভিস হেড, উসমান খ্বজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, টি. মারফি, নাথান লিয়ন, এম. কুনহানেম্যান

টসে জিতল ভারত

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারতীয় দল। 

 

POST A COMMENT
Advertisement