আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে চার উইকেট হারিয়ে অজিদের রান ২৫৫। দারুণ ছন্দে উসমান খ্বজা। ১০৪ রান করে অপরাজিত রয়েছেন তিনি। অলরাউন্ডার ক্যামেরন গ্রিন অপরাজিত ৪৯ রান করে। টেস্টে ১৪তম শতরান খ্বজার। ভারতের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করলেন তিনি।
দিনের শুরুটা বেশ ভাল করেছিল অস্ট্রেলিয়া। উসমান খ্বজা ও ট্রেভিস হেড প্রথম উইকেটেই ৬১ রান যোগ করেন। উমেশ যাদবের বলে ভারতের উইকেটকিপার শ্রীকর ভরত ক্যাচ মিস না করলে আরও আগে ভাঙা যেত ওপেনিং জুটি। সেই সময় মাত্র ৭ রানে ব্যাট করছিলেন হেড। পরে যদিও বাজে শট খেলে আউট হন তিনি। রবিচন্দ্রন অশ্বিন ভারতকে প্রথম উইকেট এনে দেন। রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন হেড।
এরপর লাবুশেন ২০ বল খেলে ৩ রান করে মহম্মদ শামির নীচু হয়ে আসা বলে বোল্ড হন। এরপর অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে ভাল জুটি গড়ে তোলেন উসমান খ্বজা। ১৩৫ বল খেলে মাত্র ৩৮ রান করে জাদেজার বলে বোল্ড হয়ে ফেরেন স্মিথ। শামির বলে বোল্ড হন পিটার হ্যান্ডসকম্বও। ১৭ রান করে আউট হন তিনি।
আরও পড়ুন: প্রাক্তন মিস ইন্ডিয়া থেকে ব্রাজিলের নায়িকা, বিরাট-লাইফে নারী ক'জন?
আহমেদাবাদ টেস্টে জিততে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে ভারতীয় দল। এই ম্যাচ হারলে বা ড্র করলে ভারতকে নির্ভর করতে হবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সিরিজের ওপর। অন্যদিকে ইন্দোর টেস্ট জিতে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন: টেনিস এলবো সচিনকে ভুগিয়েছিল, আপনাকেও ভোগাতে পারে, কীভাবে মুক্তি?
দিনের দ্বিতীয় সেশন পুরোটাই ছিল অস্ট্রেলিয়ার নামে। লাঞ্চ-পরবর্তী সেশনে ভারতীয় দলকে ট্রিট দেন উসমান খাজা ও স্টিভ স্মিথ। এই সিরিজে এই প্রথম কোনো সেশনে একটি উইকেটও পড়েনি। দ্বিতীয় সেশনে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের বল খেলতে কোনো সমস্যা হয়নি স্মিথ ও খ্বজাদের । চা পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া দুই উইকেটে ১৪৯ রান করেছে। চায়ের সময় উসমান খাজা ৬৫ এবং স্টিভ স্মিথ অপরাজিত ৩৮ রান করেন। চা পানের বিরতির পর অস্ট্রেলিয়া দুটি বড় ধাক্কা খেয়েছিল, কিন্তু উসমান খ্বজা ও ক্যামেরন গ্রিন অপরাজিত জুটি গড়ে অস্ট্রেলিয়া দলকে শক্ত জায়গায় নিয়ে যান।