বেঙ্গালুরুতে শেষ টি২০ ম্যাচেও হারতে হল অস্ট্রেলিয়াকে। পঞ্চম টি২০ ম্যাচে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার সামনে মাত্র রানেই শেষ ভারতীয় দলের ইনিংস। এদিনও টসে জেতে অস্ট্রেলিয়া। ভারতীয় দলকে ব্যাট করতে পাঠায় তাঁরা। তবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারতীয় দল। ৩৩ রানের মাথায় ভারতকে প্রথম আঘাত দেন জেসন বেহরেনডর্ফ। ২১ রান করে আউট হন যশস্বী জয়সওয়াল
মাত্র ১০ রান করে আউট হন রুতুরাজ গায়কওয়াড, বেন দ্বারশুইসের বলে আউট হন তিনি। ৩৩ রানেই দুই উইকেট হারায় টিম ইন্ডিয়া। ভারতীয় দলের সমর্থকদের আশা ছিল, দারুণ কিছু করে দেখাবেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তবে তিনিও এদিন ব্যর্থ হন। মাত্র ৩ রান করেই আউট হন। ব্যর্থ হন রিঙ্কু সিংও। ৬ রান করে তানভীর সংঘার প্রথম বলেই আউট হন তিনি। ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। এরপর উইকেট কিপার ব্যাটার জিতেশ শর্মার সঙ্গে জুটি গড়ে তোলেন শ্রেয়স আইয়ার। তবে জিতেশ আউট হতেই আরও সমস্যায় পড়ে টিম ইন্ডিয়া। ১০০ রানের আগে ৫ উইকেট খুইয়ে বসে তারা।
এই ম্যাচের জন্য দুই দলই একটি করে পরিবর্তন করেছে। স্পিনার ক্রিস গ্রিনের জায়গায় নাথান এলিসকে সুযোগ দিয়েছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে দীপক চাহারের জায়গায় প্লেয়িং 11-এ ফাস্ট বোলার আরশদীপ সিংকে জায়গা দিয়েছে ভারতীয় দল। মেডিকেল ইমার্জেন্সি থাকায় বাড়ি ফিরে গিয়েছেন দীপক চাহার।
জবাবে ব্যাট করতে নেমে ২২ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ধাক্কা দেন মুকেশ কুমার। ৪ রান করেই আউট হন জস ফিলিপ। হেডও আউট হন এর কিছু সময় পরেই। ৪৭ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে অজিরা। তবে অজিদের আশা জাগিয়ে রাখেন বেন ম্যাকডারমট। যদিও উল্টোদিক থেকে আরও দুই উইকেট হারিয়ে ফেলে তারা। ৩৬ বলে ৫৪ রান করে ম্যাকডারমট আউট হন। ১১৩ রানে অর্ধেক অস্ট্রেলিয়া দল প্যাভেলিয়ানে চলে যায়।
ভারতের একাদশ: ঋতুরাজ গায়কওয়াড়, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আভেশ খান, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, মুকেশ কুমার।
অস্ট্রেলিয়ার একাদশ: জশ ফিলিপ, ট্র্যাভিস হেড, বেন ম্যাকডারমট, অ্যারন হার্ডি, টিম ডেভিড, ম্যাথিউ শর্ট, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক/অধিনায়ক), বেন দ্বারশুইস, নাথান এলিস, জেসন বেহরেনডর্ফ, তানভীর সংঘা।