India vs Australia 1st Test: ভোরেই শুরু পারথ টেস্ট, কখন-কীভাবে ফ্রিতে দেখবেন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ?

শুক্রবার ভোরে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে পারথে খেলতে নামছে ভারতীয় দল (Team India)। এই টেস্ট সিরিজে ভারতীয় দলের লক্ষ্য হবে অন্তত চার টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে পৌঁছে যেতে। তবে ভারতীয় দলের ক্ষেত্রে এ কাজটা যে একেবারে সহজ হবে না তা বলাই বাহুল্য। গতবারের অস্ট্রেলিয়া সফর ভরসা দিচ্ছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) টিম ইন্ডিয়াকে। 

Advertisement
ভোরেই শুরু পারথ টেস্ট, কখন-কীভাবে ফ্রিতে দেখবেন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ? Jasprit Bumrah, Pat Cummins

শুক্রবার ভোরে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে পারথে খেলতে নামছে ভারতীয় দল (Team India)। এই টেস্ট সিরিজে ভারতীয় দলের লক্ষ্য হবে অন্তত চার টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে পৌঁছে যেতে। তবে ভারতীয় দলের ক্ষেত্রে এ কাজটা যে একেবারে সহজ হবে না তা বলাই বাহুল্য। গতবারের অস্ট্রেলিয়া সফর ভরসা দিচ্ছে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) টিম ইন্ডিয়াকে। 

কীভাবে দেখবেন ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট?
ভোর ৭:৫০ থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia Live Streaming) প্রথম টেস্ট ম্যাচ। সরাসরি এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে হটস্টারে। পাশাপাশি টিভিতে স্টার স্পোর্টস চ্যানেলেও দেখা যাবে এই ম্যাচ।   

কেমন থাকবে পারথের পিচ?
এখানে পাঁচ দিনই পিচে ঘাস থাকবে। ফলে তৃতীয় দিনের পরেও কোনও বাড়তি সুবিধা আদায় করতে পারবেন না স্পিনাররা। বাউন্স থাকবে উইকেটে। ফলে ব্যাটাররা ব্যাটে বল পাবেন। খেলতেও সেক্ষেত্রে সুবিধা হবে। পাশাপাশি পেস বোলাররাও দারুণ সুবিধা পাবেন এই পিচ থেকে। ফলে চার ফাস্ট বোলার নিয়ে নামতে পারে ভারতীয় দল। এই চার ফাস্ট বোলার হতে পারেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা ও নীতিশ রেড্ডি।

কেন চার বোলারে খেলতে পারে ভারতীয় দল? 
হর্ষিত রানা ও নীতীশ রেড্ডিও ব্যাটিং করতে পারেন। ফলে দলের ব্যাটিং আরও শক্তিশালী হবে। অন্যদিকে, ভারতীয় দল যদি ৪ পেসারকে মাঠে নামান, তাহলে স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে একজনকে বাইরে বসতে হতে পারে। অথবা তাদের দুজনকেই বাইরে রেখে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে যদিও অভিজ্ঞতার সমস্যা হতে পারে। ম্যাকডোনাল্ড সংবাদমাধ্যমকে বলেন, 'প্রথাগত প্রস্তুতি নেওয়া হয়নি। গতকাল সারাদিন পিচে কভার ছিল। এখন আমরা শিগগিরই আগামী দুই দিনের প্রস্তুতি শুরু করব। ম্যাচের দিন পিচ আর্দ্র থাকবে বলে আশা করা হচ্ছে ফলে টেস্টের পাঁচ দিনে পিচ ভাঙার কোনো সম্ভাবনা নেই।'  

Advertisement

POST A COMMENT
Advertisement