অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। তৃতীয় ম্যাচ ইন্দোরে খেলা হচ্ছে। প্রথম দুই ম্যাচ সহজে জিতলেও এবার কিছুটা হোঁচট খেতে হয়েছে ভারতীয় দলকে (Team India)। টসে জিতে শুরুতে ব্যাট করতে নামলেও লাঞ্চের আগেই মাত্র ১০৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। টিম ইন্ডিয়া বিপদে পড়তেই ট্রোল করা শুরু করলেন ফ্যানরা।
আসলে প্রথম দুই টেস্টে তিন দিনেই ফয়সালা হয়ে গিয়েছিল। ভারতের স্পিনাররা রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) আগুন ঝড়িয়েছিলেন নাগপুর ও দিল্লি টেস্টে। তবে এবার ভারত বেকায়দায় পড়তেই পাল্টা ট্রোল করতে শুরু করে দিলেন সমর্থকরা। ট্যুইটারে একটি ছবি এখন ভাইরাল হতে দেখা যাচ্ছে। এক সমর্থক গিয়েছিলেন ইন্দোরে ম্যাচ দেখতে। তাঁর হাতে দেখা যায় একটি পোস্টার। যাতে লেখা রয়েছে, 'বিসিসিআই চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট বিক্রি বন্ধ কর। এই ছবি পোস্ট করে এক ব্যবহারকারী লিখেছেন, 'ইন্দোর টেস্টে প্রথম দিন দেখার পর বিসিসিআই-কে অনুরোধ।'
আরও পড়ুন: ইন্দোরে বল ঘুরল ৭-৮ ডিগ্রি, অজি স্পিনে মাত্র ১০৯ রানে শেষ টিম ইন্ডিয়া
পিচ নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতের বোর্ডকে। আবারও ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ভারত অধিনায়ক। শুধু রোহিত শর্মা নন, সমালোচনার মুখে চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি সহ ভারতের ব্যাটাররা। ব্যর্থ হয়েছেন শুভমন গিলও। এই টেস্টে লাগাতার ব্যর্থ হওয়া কেএল রাহুলকে বাদ দিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। তবে তাতেও লাভ হয়নি। লাঞ্চের আগেই মাত্র ১০৯ রানে সমস্ত উইকেট হারায় টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: WPL-এ ধামাকা, পারফর্ম করবেন অভিনেত্রী কিয়ারা-কৃতীরা
প্রথম দিনের শেষ দিকে ৪ উইকেট তুলে নিয়ে ভারতকে কিছুটা লড়াইয়ে ফেরান ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে তৃতীয় দিনের শেষে দ্রুত উইকেট তুলে ভারত খেলা ঘোরাতে পারে কিনা সেটাই এখন দেখার।
ভারতের দল: শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, এস. ভারত, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ
অস্ট্রেলিয়ার দল: ট্র্যাভিস হেড, উসমান খ্বজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, টি. মারফি, নাথান লিয়ন, এম. কুনহানেম্যান