scorecardresearch
 

Ind Vs Ban 2nd ODI SCORE:  মন জিততে পারলেন না রোহিত, শেষ বলে হারল ভারত; সিরিজ জয় বাংলাদেশের

India vs Bangladesh Match Score : মিরপুর ওয়ানডেতে টিম ইন্ডিয়াকে ৫ রানে হারিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। বুধবারের দ্বিতীয় ম্যাচে, বাংলাদেশ ভারতকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছিল। কিন্তু টিম ইন্ডিয়া শেষ বলে পৌঁছানোর পরেও ২৬৬ রান করে। রোহিত শর্মা হাতে চোট নিয়েই খেলতে নামলেও শেষরক্ষে হল না। 

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • মিরপুর ওয়ানডেতে টিম ইন্ডিয়াকে ৫ রানে হারিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
  • বুধবারের দ্বিতীয় ম্যাচে, বাংলাদেশ ভারতকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছিল

ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ভারত-বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে  সিরিজে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তাই মিরপুরের এই ম্যাচ জেতার চেষ্টা করবেন রোহিতরা। টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। তবে ভারত এই ম্যাচে জিততে পারল না। দেখুন খেলার ঘটনাক্রম।  

  • মিরপুর ওয়ানডেতে টিম ইন্ডিয়াকে ৫ রানে হারিয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। বুধবারের দ্বিতীয় ম্যাচে, বাংলাদেশ ভারতকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছিল। কিন্তু টিম ইন্ডিয়া শেষ বলে পৌঁছানোর পরেও ২৬৬ রান করে। রোহিত শর্মা হাতে চোট নিয়েই খেলতে নামলেও শেষরক্ষে হল না। 
  • বাংলাদেশের বিরুদ্ধে জিততে ৬ বলে ২০ রান দরকার ভারতের, ক্রিজে রোহিত। আউট সিরাজ। হাতে একটি মাত্র উইকেট রয়েছে। 
  • শেষ ৪ ওভারে টিম ইন্ডিয়ার জয়ের জন্য ৪১ রান দরকার। চোট হাতে ব্যাট করছেন অধিনায়ক রোহিত শর্মা। শেষ ওভারে টানা দুই ছক্কার পাশাপাশি একটা বাউন্ডারি মারেন। 
  • হারের শঙ্কায় রয়েছে টিম ইন্ডিয়া। ইনজুরির কারণে  মাঠ ছেড়েছিলেন রোহিত। ওপেন করতেও আসেননি। এখন যখন দলে সংকটে তখন হাতে ব্যান্ডেজ বেঁধে ব্যাট করতে এসেছেন। টিম ইন্ডিয়ার সাত উইকেট পড়ে গেছে এবং জয়ের জন্য এখনও ৬০ রানের বেশি প্রয়োজন।
  • টিম ইন্ডিয়ার লড়াই অব্যাহত। শার্দুল ঠাকুর এবং দীপক চাহারের জুটি ধীরে ধীরে স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারতের স্কোর ২০০ ছাড়িয়েছে। ৪২ ওভারে টিম ইন্ডিয়া ৬ উইকেটে ২০৪ রান করেছে। জয়ের জন্য এখনও ৬৮ রান দরকার।
  • অক্ষর প্যাটেলও আউট। চাপের মুখে টিম ইন্ডিয়া। সেঞ্চুরি পার্টনারশিপ করে টিম ইন্ডিয়াকে আশা জাগিয়েছিলেন শ্রেয়স ও অক্ষর। কিন্তু এখন দুজনেই ফিরেছেন প্যাভিলিয়নে। 
  • টিম ইন্ডিয়ার ফের ধাক্কা। আউট শ্রেয়স আইয়ার। ৮২ রান করার পরে আউট হন। টিম ইন্ডিয়ার স্কোর ১৭২/৫। এখনও ভারতের জয়ের জন্য ১০০ রান দরকার।  ক্রিজে আছেন অক্ষর ও শার্দুল ঠাকুর।
  • বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ৪ উইকেট খোয়ালেও লড়ে যাচ্ছেন শ্রেয়স আইয়ার। হাফ সেঞ্চুরি করলেন তিনি। টিম ইন্ডিয়ার ২৫ ওভার শেষে স্কোর ১২০। 
  • প্রবল চাপে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে ২৭২ রান তাড়া করতে নেমে মাত্র ৩৯ রানে ৩ উইকেট খোয়াল কোহলিরা। 
  • প্রথম ৩ ওভারের মধ্যেই আউট কোহলি-ধাওয়ান, চাপে ভারত। টিম ইন্ডিয়ার ব্যাটিং শুরু হতেই ধাক্কা। রোহিত শর্মার জায়গায় ওপেন করতে আসেন বিরাট কোহলি, আউট হন মাত্র ৫ রান করে। তারপর আউট হন শিখর ধাওয়ানও।
  • একসময় মনে হয়েছিল ১০০ রানে অলআউট হয়ে যাবে বাংলাদেশ। কিন্তু ভালো লড়াই করল তারা। দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিরুদ্ধে তুলল ২৭১। অথচ ৬৯ রানে ৬ উইকেট ছিল টাইগারদের। 
  •  ৭৭ রান করে আউট মাহমুদল্লাহ, বড় রানের দিকে এগোচ্ছে বাংলাদেশ। ৭৭ রানের ইনিংস খেলে মাহমুদউল্লাহ আউট হন, তাঁকে রান করেন ওমরান মালিক। বাংলাদেশের স্কোর ৪৬.১ ওভারে ৭ উইকেটে ২১৭।
  • মেহেদি হাসান ও মাহমুদুল্লাহ টিম ইন্ডিয়ার চিন্তা বাড়াল। ৫০ করেছেন মেহেদি হাসান। দুজনেই এখন পর্যন্ত একসঙ্গে ২০ ওভার খেলে ১০০ রানের জুটি গড়েছেন। 
  • ব্যাটিং বিপর্যয় সামলানোর চেষ্টা, ১৫০-র গণ্ডি পার করল বাংলাদেশ। 
  • ২৭ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের স্কোর ১০৬ রান। ক্রিজে আছেন গত ম্যাচের নায়ক মেহেদি হাসান ও মাহমুদউল্লাহ। এই জুটির কাছ থেকে বাংলাদেশ আশা করছে, যাতে সম্মানজনক স্কোরে পৌঁছাতে পারে।
  • বাংলাদশের উইকেট যেভাবে পড়ল- ১-১১, আনামুল হক • ২-৩৯, লিটন দাস • ৩-৫২, নাজমুল হোসেন • ৪-৬৬, সাকিব আল হাসান • ৫-৬৯, মুশফিকুর রহিম • ৬-৬০, আফিফ হোসেন

 

Advertisement
  • ক্যাচ আউট সাকিব আল হাসান। ৮ রান করে আউট হন সাকিব। এতে ১৭ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৬৬/৪।
  • তৃতীয় সাফল্য পেল টিম ইন্ডিয়া। ফাস্ট বোলার ওমরান মালিক নাজমুল শান্তকে ক্লিন বোল্ড করেন। শান্ত ২১ রান করেন।  
  • ম্যাচ শুরু হওয়ার পরই বড়সড় ধাক্কা টিম ইন্ডিয়ার। ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন অধিনায়ক রোহিত শর্মা। স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মা সিরাজের বলে ক্যাচ নেওয়ার চেষ্টা করার সময় চোট পান। রোহিত শর্মাকে মাঠের বাইরে চলে যেতে হয়। 
  • ৯ ওভারের মাথায় ৩৯ রানে দ্বিতীয় উইকেট পড়ল বাংলাদেশের। 
  • বাংলাদেশের ইনিংসের ৮ ওভার শেষ করে স্কোর করেছে ৩৮। এই নাজমুল হোসেন ও লিটন দাসের মধ্যে বড় জুটি হতে না দেওয়ার লক্ষ্য ভারতের। 

 

  • মহম্মদ সিরাজ উইকেট নিলেন। দ্বিতীয় ওভারে আনামুল হক মাত্র ১১ রান করে আউট হন। সিরাজ তাঁকে এলবিডব্লিউ আউট করেন। দুই ওভার শেষে বাংলাদেশের স্কোর হয়েছে ১১/১।
  • ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মহম্মদ সিরাজ, ওমরান মালিক 

    বাংলাদেশের প্রথম একাদশ- নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আনামুল হক, সাকিব আল হাসান, মুশতাফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন। 

Advertisement