India vs Bangladesh Asian Games 2023: সুনীলের গোলে বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারত

সুনীল ছেত্রীর গোলে বাংলাদেশকে হারাল ভারতীয় দল। চিনের বিরুদ্ধে ৫-১ গোলে হারের পর, ঘুরে দাঁড়াল ভারত। চিনের বিরুদ্ধে নামার আগে সেই ভাবে কোনও অনুশীলন করতে পারেনি টিম ইন্ডিয়া। তবে সেই হার ভুলে আজ বাংলাদেশের বিরুদ্ধে জয় ফেরাটা নিশ্চিত ভাবেই স্বস্তির। 

Advertisement
সুনীলের গোলে বাংলাদেশের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারতসুনীলের গোল

সুনীল ছেত্রীর গোলে বাংলাদেশকে হারাল ভারতীয় দল। চিনের বিরুদ্ধে ৫-১ গোলে হারের পর, ঘুরে দাঁড়াল ভারত। চিনের বিরুদ্ধে নামার আগে সেই ভাবে কোনও অনুশীলন করতে পারেনি টিম ইন্ডিয়া। তবে সেই হার ভুলে আজ বাংলাদেশের বিরুদ্ধে জয় ফেরাটা নিশ্চিত ভাবেই স্বস্তির। 
শুরু থেকেই ম্যাচ যত গড়িয়েছে ততই আক্রমণ বাড়িয়েছে ভারতীয় দল। পাল্টা দিতে থাকে বাংলাদেশও। ১২ মিনিটে সুযোগ নষ্ট করেন সুনীল। এর পরেই সন্দেশের অসাধারণ ডিফেন্ডিং বাঁচিয়ে দেয় ভারতকে। ২৯ মিনিটে বড় ভুল করে ফেলেছিলেন বাংলাদেশ গোলকিপার। তবে ভারতীয় দলের কোনও ফুটবলার পৌঁছানোর আগেই ক্লিয়ার করে দেন তিনি। এরপর ভারত ন্যায্য পেনাল্টি পায়নি। কর্নার থেকে দুর্দান্ত একটি শট ঝিঙ্গানের মাথায় লাগে। কিন্তু সেখানে হ্যান্ড বল করে বসেন বাংলাদেশের কোনও এক ফুটবলার। ভারতীয় দলের ফুটবলাররা আবেদন করলেও গ্রহ্য করেননি রেফারি।
একই জায়গা থেকে তিন তিনবার গোলের শট করে ভারতীয় দল। কিন্তু কোনওটা থেকেই গোল হয়নি। প্রথমার্ধে ম্যাচের ফল ০-০-ই ছিল। দ্বিতীয়ার্ধে ভারতের উপর চাপ বাড়ায় বাংলাদেশ। মাঝে মধ্যেই আক্রমণে যেতে থাকে তারা। ভারতকে চাপে রাখলেও কোনও গোল করতে পারেনি। বাংলাদেশের চাপে কিছুটা হলেও বিপাকে দেখাচ্ছিল স্টিম্যাচের দলকে। ৮২ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ভারতীয় দল। বক্সের মধ্যে মিরান্ডাকে ফাউল করে বসলেন রহমত। আর তাতেই পেনাল্টি আদায় করে নেয় ভারত। তবে রেফারির এই সিদ্ধান্তে মোটেই খুশি হয়নি বাংলাদেশ। রেফারির সঙ্গে তর্ক করায় কার্ড দেখেন জনি। গত ম্যাচে চিনের বিরুদ্ধে দারুণ গোল করা রাহুল কেপিকে বক্সের মধ্যে ফেলে দেন বাংলাদেশের বিরুদ্ধে খুব ভালো খেলতে পারেননি। 
৮৮ মিনিটে গোলের একটা দুর্দান্ত সুযোগ কাজেই লাগাতে পারেননি নরেন্দ্র গেহলট। নইলে ২-০ গোলে এগিয়ে যেতে পারত ভারত। দ্বিতীয়ার্ধে ৪ মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। সেখানেও গোল করতে পারেনি বাংলাদেশ।
 

POST A COMMENT
Advertisement