india vs bangladeshপরের সপ্তাহেই ভারতে (India vs Bangladesh Test Series) টেস্ট সিরিজ খেলতে আসছে বাংলাদেশ (Bangladesh)। পাকিস্তানকে (Pakistan) তাদের দেশের মাটিতে হারিয়ে ভারতে আসায় অনেকটাই আত্মবিশ্বাসী হবেন লিটন দাসরা (Liton Das)। তবে ভারতের বিরুদ্ধে এই সিরিজ একেবারেই সহজ হবে না বলে মনে করছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে শুধু তিনিই নন, একই মত ভারতের আরও এক প্রাক্তন তারকা অজয় জাদেজার (Ajay Jadeja)। সিএবি-র অনুষ্ঠানে কলকাতায় এসে এই সিরিজ নিয়ে নিজেদের মত জানালেন দুই প্রাক্তন তারকা।
ভারত আর পাকিস্তান এক নয়
পাকিস্তানকে হারালেও ভারতে এসে সিরিজ জেতা সহজ হবে না বলেই জানিয়ে দিলেন সৌরভ। বলেন, 'এখানে জেতা কঠিন হবে। সম্মান দিয়েই বলছি, পাকিস্তান আর ভয়ার্ত এক নয়। ভারতীয় দল দেশের মাটিতে তো বটেই বিদেশেও ভয়ঙ্কর।' এই সিরিজ শুরুর আগে নতুন কোচ গৌতম গম্ভীরকে কোনও পরামর্শ দেবেন সৌরভ? এই প্রশ্ন শুনেই মহারাজ বললেন, 'না না।' অন্যদিকে আরেক প্রাক্তন ক্রিকেটার জাদেজা বলেন, 'পাকিস্তানের সঙ্গে ভারতের অনেক পার্থক্য। তবে ওরা জিতে এসেছে ফলে ওদের নিজেদের প্রতি বিশ্বাস থাকবে। তবে ভারত অনেক বড় দল।'
স্পিন খেলতে সমস্যা হবে টিম ইন্ডিয়ার?
শ্রীলঙ্কা সফরে স্পিন খেলার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছিল ভারতীয় দলকে। বাংলাদেশ স্পিন খেলার ক্ষেত্রে ও বোলিং-এর ক্ষেত্রেও বেশ শক্তিশালি। তার উপর আবার প্রথম ম্যাচ চেন্নাইয়ে। তবে কি সমস্যায় পড়তে হবে রোহিত শর্মাদের? সৌরভ সাফ জানান, 'আমি জানি না কেমন হবে তবে চেন্নাইয়ে কতটা স্পিন করে সেটা দেখতে হবে। সাম্প্রতিক কালে ভারত ভাল খেলেছে। অসুবিধা হবে না।' জাদেজা যদিও মনে করেন স্পিন খেলার প্রশ্নে কিছুটা সুবিধা পাবেন শাকিব আল হাসানরা। জাদেজা বলেন, 'ওদের জন্য এই পরিস্থিতি নতুন নয়। স্পিন খেলার ক্ষেত্রে দক্ষতা যেমন আছে, তেমনই ওদের স্পিনাররাঅ বেশ ভাল।'