India Vs England 1st ODI: ৪৪ ওভারেই শেষ প্রথম ওয়ান ডে, শুরুতে বুম বুম, শেষে রো-হিটে সহজ জয় ভারতের

যশপ্রীত বুমরার সুইংয়ের সামনে নাস্তানাবুদ হলেন ইংরেজরা। ঠিকতেই পারলেন না। ১১০ রানে অলআউট হলেন বিশ্বচ্যাম্পিয়নরা। ব্যাট করতে নেমে রোহিত শর্মা আবার ব্যাটে ঝড় তুললেন। ম্যাচের ফল, ১০ উইকেটে স্রেফ ইংল্যান্ড উড়িয়ে দিল টিম ইন্ডিয়া।  

Advertisement
৪৪ ওভারেই শেষ প্রথম ওয়ান ডে, শুরুতে বুম বুম, শেষে রো-হিটে সহজ জয় রোহিত শর্মা ও জসপ্রীত বুমরা।
হাইলাইটস
  • বুমরা-শামির ধাক্কায় কুপোকাত ইংল্যান্ড।
  • ১১০ রানে অলআউট।
  • সেই রান বিনা উইকেটেই তুলে ফেলল ভারত।

শুরুটা হল বুম বুম বুমরা। আর শেষটায় রো-হিট। ওভালে সিরিজের প্রথম ম্যাচে চুম্বকে এটাই ম্যাচ রিপোর্ট। যশপ্রীত বুমরার সুইংয়ের সামনে নাস্তানাবুদ হলেন ইংরেজরা। ঠিকতেই পারলেন না। ১১০ রানে অলআউট হলেন বিশ্বচ্যাম্পিয়নরা। ব্যাট করতে নেমে রোহিত শর্মা আবার ব্যাটে ঝড় তুললেন। ম্যাচের ফল, ১০ উইকেটে স্রেফ ইংল্যান্ড উড়িয়ে দিল টিম ইন্ডিয়া।  

প্রথম একদিনের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এমন আদর্শ মেঘলা দিনকে শুরু থেকে কাজে লাগালেন বোলাররা। ম্যাচের দ্বিতীয় ওভারেই জেসন রয় ও জো রুটকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরালেন বুমরা। তার পর লাগাতার উইকেট পতন। বুমরাকে সঙ্গত দিলেন মহম্মদ শামি। ৮ ওভারে ২৬ রানে ৫ উইকেট হারিয়ে তখন ধুঁকছে জোস বাটলারের দল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। ১০০-র কমেও অলআউট হওয়ার আশঙ্কা ছিল। জোস বাটলারের ৩০ আর ডেভিড উইলির ২১ রান কোনওক্রমে সম্মানরক্ষা করে। 

২৫.২ ওভারে ১১০ রানে অলআউট হয় ইংল্যান্ড। চার জন ব্যাটার সাজঘরে ফিরলেন কোনও রান না করেই। সর্বোচ্চ রান অধিনায়ক বাটলারের। ৬টি চারের সাহায্যে ৩২ বলে তাঁর সংগ্রহ ৩০। ডেভিড উইলি করেন ২৬ বলে ২১ রান। ব্রিডন কার্স ১৫ এবং মইন আলি ১৪ রান করেন। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান করলেন বাটলার। ৬টি চারের সাহায্যে ৩২ বলে তাঁর ৩০ রানই আয়োজকদের ইনিংসে শিবরাত্রির সলতে। তিনি ছাড়া শেষ দিকে ডেভিড উইলি করলেন ২৬ বলে ২১ রান। এ ছাড়া ব্রিডন কার্স ১৫ এবং মঈন আলি ১৪ রান যোগ করেন। মাত্র ১৯ রান দিয়ে ৬ উইকেট পেয়েছেন বুমরা। ইংল্যান্ডের মাটিতেই তিনিই প্রথম ৬ উইকেট নেওয়া বোলার। এ দিন ১৫০টি উইকেটের মাইলস্টোন ছুঁলেন শামিও। ভারতীয় বোলারদের মধ্যে তিনি দ্রুততম। 

ওভালের এই মাঠে যেখানে ব্যাট হাতে হারাকিরি করলেন ইংলিশ ব্যাটার সেখানে চার-ছক্কায় অনায়াসে টার্গেট পার করে দিলেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মা ৫৮ বলে করলেন অপরাজিত ৭৬। ৫৪ বলে ৩১ রান করে তাঁকে সঙ্গত দিলেন শিখর ধবন। বিনা উইকেট হারিয়েই ১১০ রান তুলে নেয় টিম ইন্ডিয়া।   

Advertisement

আরও পড়ুন- বাংলার দায়িত্ব ছাড়ছেন অরুণ লাল, নববধূকে সময় দিতে এই সিদ্ধান্ত?

POST A COMMENT
Advertisement