India VS England 1st Test: '২ দিনেই শেষ হয়ে যাবে' ইংল্যান্ডের ব্যাজবল নিয়ে হুঙ্কার সিরাজের

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। এই সিরিজেও কি দেখা যাবে ইংল্যান্ডের ট্রেডমার্ক ব্যাজবল ক্রিকেট? তা নিয়েই যখন জল্পনা চলছে তখন এই ব্যাপারে মুখ খুললেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজ। পরিস্কার জানিয়ে দিলেন, ভারতের মাটিতে বাজবল চলবে না। 

Advertisement
'২ দিনেই শেষ হয়ে যাবে' ইংল্যান্ডের ব্যাজবল নিয়ে হুঙ্কার সিরাজেরমোহাম্মদ সিরাজ বনাম এসএ টেস্ট গেটি
হাইলাইটস
  • কাল থেকেই শুরু পাঁচ ম্যাচের সিরিজ
  • ব্যাজবল নিয়ে হুঙ্কার সিরাজের

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। এই সিরিজেও কি দেখা যাবে ইংল্যান্ডের ট্রেডমার্ক ব্যাজবল ক্রিকেট? তা নিয়েই যখন জল্পনা চলছে তখন এই ব্যাপারে মুখ খুললেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সিরাজ। পরিস্কার জানিয়ে দিলেন, ভারতের মাটিতে বাজবল চলবে না। 

বুধবার থেকে শুরু হওয়া টেস্ট সিরাজের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। হায়দরাবাদ সিরাজের ঘরের মাঠ। এই ম্যাচের আগে তাই ইংল্যান্ড ক্রিকেটারদের হুঙ্কার দিয়ে রাখলেন সিরাজ। তিনি জানিয়ে দিলেন ভারতে এসে ব্যাজবল খেলতে গেলে পাঁচদিনের ম্যাচ মাত্র দুই দিনেই শেষ হয়ে যাবে। জিও সিনেমাকে সিরাজ বলেন, 'ইংল্যান্ড ভারতীয় কন্ডিশনে বেসবল খেললে ম্যাচ দেড়-দুই দিনের মধ্যে শেষ হয়ে যাবে। প্রতিটি বল মারা সহজ নয় কারণ কখনও কখনও বল টার্ন নেয় এবং কখনও কখনও বল পড়ে নিচু হয়ে যায়।'

'ব্যাজবল' হল ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটিং কৌশল, প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের ডাক নাম 'ব্যাজ' থেকে উদ্‌ভূত। ইংল্যান্ড গত বছর এটিতে অনেক সাফল্য পেয়েছিল, কিন্তু তার আসল পরীক্ষা হবে ভারতীয় পিচগুলিতে। এই পাঁচ ম্যাচের সিরিজে আসল পরীক্ষা হবে ইংল্যান্ডের। 

পাঁচ টেস্টের সিরিজের প্রস্তুতি প্রসঙ্গে সিরাজ বলেন, 'গতবার তার ভারত সফরে ম্যাচগুলো তাড়াতাড়ি শেষ হয়েছিল। ২০২১ সালের সিরিজে আমি দুটি ম্যাচ খেলেছি। প্রথম ইনিংসে জো রুট ও জনি বেয়ারস্টোর উইকেট নিয়েছি। এবারও আমার লক্ষ্য থাকবে রান কম দেওয়া। আর তার জন্য ধৈর্য ধরে বোলিং করতে হবে।'

তিনি আরও বলেন, 'আমি যখন নতুন বলে বোলিং করি, লাইন ও লেন্থ একই থাকে। সে বলের রং সাদা হোক বা লাল। আমার স্টাইল বদলায় না। নতুন বলে সুইং না হলে লেন্থে পরিবর্তন আনতে হবে। আমি প্রতিনিয়ত ভালো করার চেষ্টা করি। শুধুমাত্র ধারাবাহিকতার মাধ্যমেই উইকেট পাওয়া যায়।'

Advertisement

POST A COMMENT
Advertisement