India VS England 1st Test: আউট হয়ে জাদেজার উপর রেগে আগুন অশ্বিন, কেন? দেখুন VIDEO

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের আসনে ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে ১৭৫ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচেই সতীর্থের উপরে রেগে লাল রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় দলের অল রাউন্ডার রেগে গেলেন তাঁর সতীর্থ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার উপর। ম্যাচের দ্বিতীয় দিনে হায়দরাবাদে দেখা গেল এই দৃশ্য।

Advertisement
আউট হয়ে জাদেজার উপর রেগে আগুন অশ্বিন, কেন? দেখুন VIDEO অশ্বিন
হাইলাইটস
  • ভাল জায়গায় টিম ইন্ডিয়া
  • ১৭৫ রানে এগিয়ে ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চালকের আসনে ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে ১৭৫ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচেই সতীর্থের উপরে রেগে লাল রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় দলের অল রাউন্ডার রেগে গেলেন তাঁর সতীর্থ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার উপর। ম্যাচের দ্বিতীয় দিনে হায়দরাবাদে দেখা গেল এই দৃশ্য।

কেন রেগে গেলেন অশ্বিন?

ভারতীয় দলের ব্যাটিং চলার সময়, রান আউট হতে হয়েছিল অশ্বিনকে। সতীর্থ রবীন্দ্র জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান। সাজঘরে ফেরার আগে জাডেজাকে উদ্দেশ্য করে কিছু বলেনও, যা তাল কেটেছে কিছুটা হলেও। ভারতীয় ইনিংসের ৯১ তম ওভারে জো রুটের একটি বল কভারের দিকে ঠেলে রান নিতে দৌড়েছিলেন অশ্বিন। দ্রুত গতিতে ডান দিকে দৌড়ে এসে সেই বল আটকে দেন ইংল্যান্ডের ক্রিকেটার টম হার্টলি। অশ্বিন তত ক্ষণে দৌড় শুরু করে মাঝ পিচ পেরিয়ে গেলেও জাডেজা দৌড়ননি। কিছুটা এগিয়েই ফিরে আসেন। তত ক্ষণে জাডেজার প্রান্তে এসে গিয়েছেন অশ্বিনও। হার্টলি সহজেই বল কুড়িয়ে উইকেটকিপার বেন ফোকসের হাতে ছুড়ে দেন। ফোকস অশ্বিনকে রান আউট করে দেন।

রান নেওয়া যেত কিনা তা বলা বেশ কঠিন। তবে জাদেজার উপর যে অশ্বিন রেগে গিয়েছিলেন তা স্পষ্ট হয়েছে টেলিভিশনেই। তবে রেগে গিয়ে ভারতের অফস্পিনার ঠিক কী বলেছেন তা অবশ্য বোঝা যায়নি। রেগে গিয়েই তিনি হয়ত কিছু বলেছেন বলে মনে হয়েছে। তাঁর মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছিল তিনি বেশ রেগে রয়েছেন। 

টেস্টের প্রথম দিনেই অশ্বিনের প্রশংসা শোনা গিয়েছিল জাদেজার মুখে। তিনি জানিয়েছিলেন, 'অশ্বিন যদি এই টেস্টেই ৫০০টা উইকেট পায় তা হলে দারুণ হবে। আশা করব সেটাই যেন হয়। আমার ৩০০ উইকেট পেতে এখনও ২৫টা বাকি। সেটা পুরো হতে হতে হয়তো গোটা সিরিজ়‌টাই লেগে যাবে। কিন্তু অশ্বিন যাতে এই ম্যাচেই ৫০০তম উইকেট নিয়ে নেয় সেটা মনেপ্রাণে চাই।'
 

Advertisement

POST A COMMENT
Advertisement