দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ঝামেলায় জড়িয়ে পড়লেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও আম্পায়ার এরাসমাস। টেস্টের নিয়ম অনুযায়ী একদিন ৯০ ওভারের খেলা হয়। তবে এদিন দেখা গেল ৯০ ওভার হয়ে গেলেও খেলা চলতে থাকে। তা নিয়েই আপত্তি জানিয়েছিলেন ভারতের দুই ব্যাটার যশস্বী জয়সওয়াল ও রবিচন্দ্রন অশ্বিন।
কেন ঝামেলা হল?
আইসিসি-র নিয়ম বলছে দিনে কোনও ওভার নষ্ট না হলে বা ফয়সালা হওয়ার মতো জায়গায় চলে না এলে ৯০ ওভারের বেশি খেলা হয় না। তবে বিশাখাপত্তনমে এদিন দেখা গেল ৯৩ ওভার খেলা হল। শেষ ৩ ওভারে পড়ল শ্রীকর ভরতের উইকেটও। আর তার জেরেই রেগে গিয়েছিলেন অশ্বিন। প্রশ্ন তোলেন এই সিদ্ধান্ত নিয়ে। ৯৩ ওভারে শেষ হয় দিনের খেলা। তবে ঝামেলাটা শুরু হয়েছিল যশস্বী জয়সওয়ালের সঙ্গে। তিনিই জানিয়েছিলেন আম্পায়ারকে ম্যাচ বন্ধ করার জন্য। পরে তাঁর সঙ্গে যোগ দেন অশ্বিন।
শেষ ৩ ওভারে আউট হলেন ভরত
শেষ তিন ওভার নিয়েই অভিযোগ অশ্বিন ও জসওয়ালের। সেই সময়ই ভারত উইকেট হারায়। রেহান আহমেদের বলে স্কোয়ার কাট করতে গিয়ে শোয়েব বসিরের হাতে ক্যাচ তুলে দেন ভরত। দিনের আলো কমে যাওয়ার পরও চলতে থাকে ম্যাচ। সেটা নিয়েই অভিযোগ। তবে কেন এমনটা হল তা যদিও জানা যায়নি। তবে অশ্বিনরা আপত্তি জানাতেই আম্পায়াররা খেলা বন্ধ করেন। তা হলে জয়সওয়াল ও ভরত যখন খেলছিলেন তখন কি আপত্তি জানালেও ম্যাচ বন্ধ হয়ে যেত? তা যদিও বলা মুশকিল। তবে ভারতের ক্ষেত্রে এমন নিয়ম নিয়ে কিন্তু বিতর্ক হতেই পারে।
১৭৯ রানে অপরাজিত জয়সওয়াল
ভারতের রান ৬ উইকেটে ৩৩৬। যার মধ্যে ১৭৯ রান একাই করেছেন যশস্বী জয়সওয়াল। ১৭টা চার আর পাঁচটা ছক্কা মারেন তিনি। দাপটের সঙ্গে খেলেন তিনি। বাজে বল দেখলেই তা ফেলেছেন মাঠের বাইরে। দিনের খেলার শেষে জয়সওয়াল বলেন, 'উইকেটে ড্যাম্প ছিল। স্পিন আর বাউন্স ছিল। পরের দিকে যদিও ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যায়। আমি দ্বিশতরান করতে চাই।'