India VS England: দ্বিতীয় টেস্টের আগে ধাক্কা টিম ইন্ডিয়ার, খেলতে পারবেন না তারকা?

ঘরের মাঠে ইংল্যান্ডের (India VS England) বিরুদ্ধে প্রথম টেস্টে ২৮ রানে হেরে গিয়েছে। সেই হারের কাটা দাগের উপর নুনের ছিটে পড়ল এর পরেই। শোনা যাচ্ছে দ্বিতীয় টেস্টে নাও খেলতে পারেন নির্ভরযোগ্য অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। প্রথম টেস্টে ভারত হারলেও দারুণ খেলেছিলেন জাদেজা। ব্যাট হাতে যেমন রান পেয়েছেন তেমনই বল হাতেও উইকেট পেয়েছেন।

Advertisement
দ্বিতীয় টেস্টের আগে ধাক্কা টিম ইন্ডিয়ার, খেলতে পারবেন না তারকা?Ravindra Jadeja, india vs england
হাইলাইটস
  • বিশাখাপত্তনম টেস্টে না খেলতে পারেন জাদেজা
  • হ্যামস্ট্রিং-এ চোট তাঁর

ঘরের মাঠে ইংল্যান্ডের (India VS England) বিরুদ্ধে প্রথম টেস্টে ২৮ রানে হেরে গিয়েছে। সেই হারের কাটা দাগের উপর নুনের ছিটে পড়ল এর পরেই। শোনা যাচ্ছে দ্বিতীয় টেস্টে নাও খেলতে পারেন নির্ভরযোগ্য অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। প্রথম টেস্টে ভারত হারলেও দারুণ খেলেছিলেন জাদেজা। ব্যাট হাতে যেমন রান পেয়েছেন তেমনই বল হাতেও উইকেট পেয়েছেন।

রান নিতে গিয়ে চোট পান জাদেজা

২ ফেব্রুয়ারি থেকে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হতে চলা দ্বিতীয় টেস্টে ভারতীয় দল ঘুরে দাঁড়াতে মরিয়া। তবে তার মধ্যেই তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা পেশীতে টান লাগায় সমস্যা বেড়ে গিয়েছে রোহিতদের। তার উপর আবার বিরাট দ্বিতীয় টেস্টেও খেলবেন না। জাদেজা না খেললে বড় ধাক্কা খাবে টিম ইন্ডিয়া। ফলে দ্বিতীয় টেস্টে প্লেয়িং-১১-এ থাকতে পারেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। তবে ব্যাট হাতে বড় রান করতে পারবেন কিনা সেটাই এখন দেখার।

হায়দরাবাদ টেস্ট ম্যাচে ভারতের দ্বিতীয় ইনিংস চলার সময় পায়ের পেশীতে টান লেগেছিল জাদেজার। এরপর জাদেজা দ্রুত রান তোলার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি ক্রিজে পৌঁছাতে না পারায় বেন স্টোকসের বলে রান আউট হন। এরপরেই তাঁকে পায়ের পেশীতে হাত দিতে দেখা যায়। হায়দরাবাদ টেস্টে দুর্দান্ত পারফর্ম করেছিলেন জাদেজা। ভারতের প্রথম ইনিংসে ৮৭ রান করেছিলেন জাদেজা। এছাড়া ম্যাচে মোট পাঁচ উইকেটও নিয়েছেন তিনি।

এমনটাই জানিয়েছেন প্রধান কোচ দ্রাবিড়

টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড় যদিও রবীন্দ্র জাদেজা সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেন, 'আমি এখনও ফিজিওর সঙ্গে কথা বলার সুযোগ পাইনি। আমি ফিরে তার সঙ্গে কথা বলব এবং দেখব ঠিক কী হয়েছে।' ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, জাদেজার স্ক্যান রিপোর্ট হায়দরাবাদ থেকে মুম্বইতে পাঠানো হয়েছে। জাদেজার হ্যামস্ট্রিং ইনজুরি সোমবার দেখা হবে বলে আশা করা হচ্ছে। সাধারণত বিসিসিআই আহত খেলোয়াড়দের স্ক্যান রিপোর্ট মুম্বইয়ের ইনস্টিটিউটে পাঠায়।

Advertisement

দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), আভেশ খান, রজত পতিদার।

ভারত-ইংল্যান্ড সিরিজের বাকি ম্যাচের সূচি
২য় টেস্ট: ২-৬ ফেব্রুয়ারি, বিশাখাপত্তনম
তৃতীয় টেস্ট: ১৫-১৯ ফেব্রুয়ারি, রাজকোট
চতুর্থ টেস্ট: ২৩-২৭ ফেব্রুয়ারি, রাঁচি
৫ম টেস্ট: ৭-১১ মার্চ, ধর্মশালা

POST A COMMENT
Advertisement