India VS England 2nd Test: বিরাট ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেই জাদেজা-রাহুল

আশঙ্কাই সত্যি হল। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোটের জন্য খেলতে পারছেন না রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও কেএল রাহুল (KL Rahul)। ২ ফেব্রুয়ারি থেকে ভাইজ্যাকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে একেবারেই ভাল খেলতে পারেনি ভারতীয় দল। হেরে যায় টিম ইন্ডিয়া। তবে তার মধ্যেও নিজের কাজটা দারুণভাবে করেছিলেন জাদেজা। 

Advertisement
 বিরাট ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেই জাদেজা-রাহুলরবীন্দ্র জাদেজা ও কেএল রাহুল

আশঙ্কাই সত্যি হল। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোটের জন্য খেলতে পারছেন না রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও কেএল রাহুল (KL Rahul)। ২ ফেব্রুয়ারি থেকে ভাইজ্যাকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে একেবারেই ভাল খেলতে পারেনি ভারতীয় দল। হেরে যায় টিম ইন্ডিয়া। তবে তার মধ্যেও নিজের কাজটা দারুণভাবে করেছিলেন জাদেজা। 

জাদেজা ও রাহুল-প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন। দু জনেই ব্যাট করতে গিয়ে গুরুতর আহত হন। বিরাট কোহলিকেও পাওয়া যাবে না মত বিশাখাপত্তনাম টেস্টে। রোহিত শর্মাদের ০-১ ব্যবধানে পিছিয়ে থেকে খেলতে নামতে হবে। স্পিন আক্রমণে রবিচন্দ্রন অশ্বিনের জুটি হিসেবে জাদেজার না থাকাটা বড় ক্ষতি হয়ে গেল ভারতের কাছে। কোহলি-জাদেজা-রাহুল না থাকার পাশাপাশি শুভমন গিলের ফর্মে না থাকাটাও সমস্যায় ফেলতে পারে রোহিতের। রাহুলের পরিবর্তে চেতেশ্বর পূজারা, রাহানেদের মত সিনিয়রদের স্কোয়াডে ফেরানো হতে পারে বলে জল্পনা। ঘরোয়া ক্রিকেটে অনবদ্য খেলা সরফরাজ খানকে নিয়ে চলছে জল্পনা।

হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিনে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান জাদেজা। ম্যাচ শেষে সৌরাষ্ট্রের তারকা অলরাউন্ডারের ঠিকমত দাঁড়াতেও অসুবিধা হচ্ছিল বলে খবর। লোকেশ রাহুলও হায়দারাবাদে চোট পেয়েছেন বলে খবর। জাদেজা তৃতীয় টেস্টেও অনিশ্চিত। রাহুলের চোটের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু শোনা যাচ্ছে না। জাদেজা ও রাহুলের পরিবর্তে কাকে স্কোয়াডে নেওয়া হয় সেটা দেখার।

রাহুল ও জাদেজা-হায়দরাবাদ টেস্টে প্রথম ইনিংসে দুরন্ত ইনিংস খেলেছিলেন। জাদেজা ৮৭ ও রাহুল ৮৬ রানের ইনিংস খেলেছিলেন। পাশাপাশি জাদেজা প্রথম ইনিংসে ওলি পোপ, জো রুট সহ গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নেন। আর দ্বিতীয় ইনিংসে জাড্ডু নেন দুটি উইকেট।  

ভারত-ইংল্যান্ড সিরিজের বাকি ম্যাচের সূচি
২য় টেস্ট: ২-৬ ফেব্রুয়ারি, বিশাখাপত্তনম
তৃতীয় টেস্ট: ১৫-১৯ ফেব্রুয়ারি, রাজকোট
চতুর্থ টেস্ট: ২৩-২৭ ফেব্রুয়ারি, রাঁচি
৫ম টেস্ট: ৭-১১ মার্চ, ধর্মশালা

Advertisement

POST A COMMENT
Advertisement