India vs England 3rd Test: দাঁতে দাঁত চেপে ব্যর্থ লড়াই জাদেজার, ২২ রানে হার ভারতের

তৃতীয় টেস্ট জিততে ১৩৫ রান দরকার ভারতীয় দলের। ইংল্যান্ডের দরকার ৬ উইকেট। ফলে উত্তেজনার পরিস্থিতি লর্ডস টেস্টে। ভারতীয় দলের রান ৪ উইকেটে ৫৮। কেএল রাহুল ৩৩ রানে অপরাজিত আছেন। নাইট ওয়াচম্যান আকাশদীপ আউট হওয়ার ফলে, এবার নামবেন ঋষভ পন্ত।

Advertisement
দাঁতে দাঁত চেপে ব্যর্থ লড়াই জাদেজার, ২২ রানে হার ভারতের

তৃতীয় টেস্ট জিততে ১৩৫ রান দরকার ভারতীয় দলের। ইংল্যান্ডের দরকার ৬ উইকেট। ফলে উত্তেজনার পরিস্থিতি লর্ডস টেস্টে। ভারতীয় দলের রান ৪ উইকেটে ৫৮। কেএল রাহুল ৩৩ রানে অপরাজিত আছেন। নাইট ওয়াচম্যান আকাশদীপ আউট হওয়ার ফলে, এবার নামবেন ঋষভ পন্ত।

ভারতীয় দলের সামনে জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য রাখে ইংল্যান্ড। তারা দ্বিতীয় ইনিংস ১৯২ রানে সব উইকেট হারায়। প্রথম ইনিংসে উভয় দলই ৩৮৭ রান করে, অর্থাৎ স্কোর সমান ছিল। 

৫ রান করে আউট বুমরা
৯ উইকেট হারাল ভারতীয় দল। ৫৪ বল খেলে ৫ রান করলেন বুমরা। শর্ট বলে শট খেলতে গিয়ে আউট হলেন ভারতের তারকা বোলার। 

আবার উইকেট হারাল ভারত
সাত উইকেট খুইয়ে ধুকছে ভারতীয় দল। এবার আউট ওয়াশিংটন সুন্দর। জোফ্রা আর্চারের বলে তাঁর হাতে ক্যাচ দিয়েই আউট ভারতের তারকা অলরাউন্ডার। হাতে ৩ উইকেট নিয়ে বিরাট চাপে ভারতীয় দল। এখনও ১১১ রা করতে হবে ভারতকে। উইকেটে নীতিশ কুমার রেড্ডি ও রবীন্দ্র জাদেজা। 

আউট রাহুলও
আরও একটা উইকেট তুলে নিলেন বেন স্টোকস। সমস্যায় ভারতীয় দল। ৮১ রানে ৬ উইকেট খোয়াল টিম ইন্ডিয়া। রিভিউ নিয়ে উইকেট পেলেন ইংল্যান্ড ক্যাপ্টেন। 

দিনের শুরুতেই আউট পন্ত
জোফরা আর্চারের বলে উড়ে গেল পন্তের অফ স্ট্যাম্প। ৭১ রানে ৫ উইকেট হারিয়ে পাল্টা চাপে ভারতীয় দল। 

ভারতের দ্বিতীয় ইনিংসের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত
লক্ষ্য তাড়া করার সময়, ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসে শুরুটা খুবই খারাপ হয়েছিল। দ্বিতীয় ওভারে তারা যশস্বী জয়সওয়ালের উইকেট হারায়, যিনি খাতাও খুলতে পারেননি। এরপর ভারতীয় দল খেলার চতুর্থ দিনে করুণ নায়ার (১৪ রান), অধিনায়ক শুভমান গিল (৬ রান) এবং নাইটওয়াচম্যান আকাশদীপ (১ রান) এর উইকেটও হারায়।

 

POST A COMMENT
Advertisement