India VS England 4th Test Day 3: শেষ তৃতীয় দিনের ম্যাচ, ১৫২ রান দরকার ভারতের

ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাকফুটে ভারতীয় দল। রাঁচিতে বল ওঠা নামা করছে। আর তার জেরেই সমস্যায় পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। একের পর এক উইকেট হারিয়ে চাপে ভারত।  

Advertisement
Ind VS Eng: শেষ তৃতীয় দিনের ম্যাচ, ১৫২ রান দরকার ভারতেররোহিত শর্মা ও জয়সওয়াল

ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাকফুটে ভারতীয় দল। রাঁচিতে বল ওঠা নামা করছে। আর তার জেরেই সমস্যায় পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। একের পর এক উইকেট হারিয়ে চাপে ভারত। 

শেষ তৃতীয় দিনের খেলা

১৫২ রান দরকার ভারতের। ১০ উইকেট হাতে রয়েছে টিম ইন্ডিয়ার। ২৪ রান করে অপরাজিত রোহিত। অন্যদিকে ১৬ রান করে অপরাজিত জয়সওয়ালও। 

অল আউট ইংল্যান্ড

১৪৫ রানে অল আউট ইংল্যান্ড। জুরেলের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন অ্যান্ডারসন। ১৯২ রান করতে হবে ভারতীয় দলকে। 

আউট ফোকস

১৯১ রানে এগিয়ে ইংল্যান্ড। আউট হলেন বেন ফোকস। ১৪৫ রানে ৯ উইকেট হারাল ইংল্যান্ড। 

ফের উইকেট কুলদীপের

আউট রবিনসনও। আট উইকেট হারাল ইংল্যান্ড। ১৩৩ রান ইংল্যান্ডের। ১৭৯ রানে এগিয়ে স্টোকসরা। 

সাত উইকেট হারাল ইংল্যান্ড

আউট হলেন হার্টলি, ফের উইকেট নিলেন কুলদীপ যাদব। আট উইকেট হারাল ইংল্যান্ড।  

এবার আউট বেয়ারস্টো

৬ উইকেট হারিয়ে ফেলল ইংল্যান্ড। ৩০ রান করে আউট বেয়ারস্টো। 

ফের উইকেট কূলদীপের, ১২০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড 

ফের উইকেট নিলেন কূলদীপ যাদব। ১২০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড। 

এবার উইকেট নিলেন কূলদীপ, ১১০ রানে ৪ উইকেট খোয়াল ইংল্যান্ড 

১১০ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড। এবার উইকেট নিলেন কূলদীপ যাদব। 

পরপর দুই উইকেট হারাল ইংল্যান্ড

ফের উইকেট পেয়ে গেল ভারতীয় দল। ২০ রানে ২ উইকেট হারাল ইংল্যান্ড। 

শুরুতেই ধাক্কা খেল ইংল্যান্ড

আউট বেন ডাকেট। অশ্বিনের বলে ক্যাচ আউট হলেন ইংল্যান্ড ওপেনার।  

শেষ ভারতের ইনিংস

৩০৭ রানে শেষ হল টিম ইন্ডিয়ার ইনিংস। প্রথম ইনিংসে ৪৬ রানে পিছিয়ে ভারতীয় দল। ৯০ রান করে আউট হলেন ভারতের উইকেট কিপার ব্যাটার জুরেল। 

৯ উইকেট হারাল ভারত

৩০০ রানে ৯ উইকেট হারাল ভারতীয় দল। ৯০ রানে ব্যাট করছেন ধ্রুব জুরেল। এখনও ৫০ রানে পিছিয়ে ভারতীয় দল। 

Advertisement

হাফ সেঞ্চুরি জুরেলের

দারুণ হাফ সেঞ্চুরি জুরেলের। লড়াকু ক্রিকেট খেলছেন ভারতের উইকেট কিপার ব্যাটার। আট উইকেটে ২৫৯ রান ভারতের। 

আউট হয়ে গেলেন কুলদীপ

জেমস অ্যান্ডারসনের বলে ২৮ রান করে আউট কুলদীপ। শুরুটা ভাল করলেও বড় রান করতে পারলেন না কুলদীপ।  

তৃতীয় দিনে ভাল শুরু ভারতের

চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দল সাত উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে চতুর্থ দিনে শুরুটা ভাল করেছিল ভারতীয় দল।

POST A COMMENT
Advertisement