scorecardresearch
 

India VS England 5th Test Day 2 Live Updates: ৮ উইকেট হারিয়ে ৪৭২ রান, ২৫৪ রানে এগিয়ে ভারতীয় দল

India vs England 5th Test Day 2 Live Cricket Score: দ্বিতীয় দিনের শুরু থেকে একটাও উইকেট হারায়নি টিম ইন্ডিয়া। উল্টে ইংল্যান্ডের উপর চাপ বাড়াচ্ছেন রোহিত শর্মা ও শুভমন গিল। সুযোগ পেলেই আক্রমণের রাস্তা বেছে নিচ্ছেন ভারতের দুই ব্যাটার।

Advertisement
শুভমন গিল এবং রোহিত শর্মা শুভমন গিল এবং রোহিত শর্মা

দ্বিতীয় দিনের শুরু থেকে একটাও উইকেট হারায়নি টিম ইন্ডিয়া। উল্টে  ইংল্যান্ডের উপর চাপ বাড়াচ্ছেন রোহিত শর্মা ও শুভমন গিল। সুযোগ পেলেই আক্রমণের রাস্তা বেছে নিচ্ছেন ভারতের দুই ব্যাটার।

৪০০ পেরল টিম ইন্ডিয়া

৫ উইকেট হারিয়ে ৪১০ রান, ১৯২ রানে এগিয়ে ভারতীয় দল।  

৩৫০ পেরিয়ে গেল ভারতের রান

৩ উইকেট হারিয়ে ৩৫০ পেরল ভারতীয় দল। ১৩৪ রানে লিড নিয়ে নিয়েছে ভারতীয় দল। 

৩০০ পেরল টিম ইন্ডিয়া

৩ উইকেট হারিয়ে ৩০০ পেরিয়ে গেল টিম ইন্ডিয়া। উইকেটে টিকে রয়েছেন সরফরাজ খান ও দেবদত্ত পাডিক্কল। 

লাঞ্চের পরেই ২ উইকেট হারাল ভারতীয় দল

প্রথমে স্টোকসের বলে বোল্ড হলেন রোহিত শর্মা। আর তারপরেই অ্যান্ডারসনের শিকার হলেন শুভমন গিল। ২৭৯ রানে ৩ উইকেট হারাল ভারতীয় দল। ১০৩ রানে আউট রোহিত। গিল আউট হলেন ১১০ রান করে।  

সেঞ্চুরি গিলের

ভারতের টপ অর্ডারের দুই ব্যাটাররের সেঞ্চুরিতে চালকের আসনে টিম ইন্ডিয়া। উইকেটের খোঁজে ইংল্যান্ড। 

সেঞ্চুরি করে ফেললেন রোহিত শর্মা

কেরিয়ারের ১২ তম সেঞ্চুরি করে ফেললেন রোহিত। ১ উইকেটে ২৬২ রান ভারতের। লিড ৪৪ রানে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে লিড নিল ভারত

২১৮ রানে শেষ হয়েছিল ইংল্যান্ডের ইনিংস। ভারতীয় দল ১ উইকেট হারিয়ে সেই রান টপকে গিয়েছে। উইকেটে রোহিত শর্মা ও শুভমন গিল। 

২০০ পেরল টিম ইন্ডিয়া

ভারতীয় দল দারুণ ছন্দে। মেরে খেলতে শুরু করেছেন রোহিত শর্মা ও শুভমন গিল। ১ উইকেট হারালেও ২০০ পেরল টিম ইন্ডিয়া। সেঞ্চুরির কাছাকাছি দুই ব্যাটারই। 

হাফ সেঞ্চুরি গিলের

Advertisement

প্রথম দিনের শেষদিকে নেমেছিলেন, ভাল ছন্দে ছিলেন। দ্বিতীয় দিনের শুরুতে দারুণ ৫০ করে ফেললেন গিল। ভারতের রান ১ উইকেটে ১৮৪। 

Advertisement