ভারতীয় দল পেস বোলারদের দাপটে ম্যাচে কিছুটা ফেরত এসেছে। ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ৫২ রানে এগিয়ে। হাতে এখনও আট উইকেট। ফলে, ভারতীয় দল চাইবে এই লিড বাড়িয়ে নিতে। যত এই ব্যবধান বাড়বে ততই চাপে পড়বে ইংল্যান্ড। দলে ক্রিস ওকসের না থাকা আরও কিছুটা সুবিধা করে দেবে ভারতীয় দলকে। চোটের জন্য এই ম্যাচে আর খেলতে পারছেন না ওকস।
কেরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি আকাশদীপের
ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। স্কোর ১৫০ রান পেরিয়ে গিয়েছে। মাত্র দুটি উইকেট পড়েছে। এর মধ্যেই আকাশদীপ ৫০ করে ফেলেছেন। পাকা ব্যাটারের মতো খেলছেন তিনি। ভারতীয় নাইট ওয়াচম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করে ফেললেন তিনি।
জয়সওয়ালের ৫০
দারুণ হাফসেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের। ভারতীয় দলের হয়ে দ্বিতীয় ইনিংসে বিস্ফোরক ব্যাটিং করেছেন ওপেনার যশস্বী। ৭টি চার এবং২টি ছক্কার সাহায্যে হাফ সেঞ্চুরি করেন। তবে, যশস্বীও এই ইইংসে দুইবার আউট হওয়া থেকে বেঁচেছেন। তবে, কেএল রাহুল (৭ রান) এবং সাই সুদর্শন (১১ রান) বিশেষ কিছু করতে পারেননি।
এই ম্যাচে, ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে ২২৪ রান করে। জবাবে, ইংল্যান্ডের প্রথম ইনিংস ২৪৭ রানেই সীমাবদ্ধ ছিল। অর্থাৎ, প্রথম ইনিংসের ভিত্তিতে ইংল্যান্ড ২৩ রানের লিড পেয়েছিল। এই ম্যাচটি ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটি জিতলেই ভারতীয় দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সমতা আনতে পারবে। যদি ওভাল টেস্ট ড্র হয় বা ইংল্যান্ড জিততে পারে, তাহলে শুভমান গিলের নেতৃত্বাধীন দল সিরিজ হারবে।